Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Hooghly Violence: 'বারবার কেন অশান্তি ?' রিষড়াকাণ্ডে দিলীপ-শুভেন্দুদের নিশানায় 'তৃণমূলনেত্রী'
রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার পর হুগলি। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন, কিছুই গেল না বাদ । আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা এলাকায় অশান্তি বাধে। পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। চলছে রুট মার্চ। রিষড়ায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। কোন্নগরে গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয়। জিটি রোডে ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।
এদিন দিলীপ ঘোষ বলেন, 'নরেন্দ্র মোদির শাসনের জন্য দেশ এগোচ্ছে। তাঁকে বদনাম করার জন্য, আগামী চব্বিশের নির্বাচনে, যাতে মোদিজিকে কমজোর করা যায়, সারা ভারত জুড়েই বিরোধীরা পরিকল্পনা করে গন্ডোগোল করাচ্ছেন। যাতে বিশ্বের সামনে তাঁর ইমেজ খারাপ হয়। যেহেতু নোবেল শান্তি প্রাইজ দেওয়ার জন্য তার নামও আসছে। তাঁকে কালিমালিপ্ত করার জন্য এই ধরণের ঘটনা ঘটানো হচ্ছে। তা না হলে, এমন শান্তিপূর্ণ এলাকায় অশান্ত পরিবেশ হতে পারে না।'
পুলিশের বাধার মুখেও রিষড়ায় ঢুকতে অনড় বিজেপি। দফায় দফায় বচসা, হাতাহাতি। হেঁটেই রিষড়ায় ঢোকার চেষ্টা সুকান্ত মজুমদারের।
সুকান্ত বলেন, 'আমরা বলেছিলাম গাড়ি ছেড়ে পায়ে হেঁটে যাব। তাও পুলিশ আমাদের অনুমতি দিচ্ছে না। এই পুলিশ পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করে।' তাঁর মতে, কমিশনারের সঙ্গে কথা বলে লাভ নেই। কারণ তিনিও তাঁর 'মালিক', মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে চলেন, মত সুকান্তর।
এদিন কুণাল ঘোষ বলেছেন, 'বিজেপির পরিকল্পিত নাটক।' তবে গতকাল বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রিষড়ায় অশান্তি বিজেপির। '
হাওড়া-রিষড়াকাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ করেন তিনি।'রেড রোডের ধর্না থেকেই অশান্তিতে উস্কানি তৃণমূলনেত্রীর', বলে 'একসঙ্গে পঞ্চায়েত ভোট ভাল করে করতে হবে',হুঁশিয়ারি শুভেন্দুর।
এদিন দিলীপ ঘোষ বলেন, 'নরেন্দ্র মোদির শাসনের জন্য দেশ এগোচ্ছে। তাঁকে বদনাম করার জন্য, আগামী চব্বিশের নির্বাচনে, যাতে মোদিজিকে কমজোর করা যায়, সারা ভারত জুড়েই বিরোধীরা পরিকল্পনা করে গন্ডোগোল করাচ্ছেন। যাতে বিশ্বের সামনে তাঁর ইমেজ খারাপ হয়।'
রিষড়ায় অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি, কোনও সমস্যা যেন না করতে পারে কেউ'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -