Post Poll Violence: 'অত্যাচারীদের যেতেই হবে', আজ ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন শুভেন্দুদের

BJP on Post Poll Violence: আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের।

'অত্যাচারীদের যেতেই হবে', আজ ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন শুভেন্দুদের

1/10
আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের।
2/10
ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে গঙ্গায় তর্পনের কর্মসূচিও রয়েছে বিজেপির।
3/10
এদিন 'সন্ত্রাস নিয়ে' ফের বিরোধী দলনেতার নিশানায় শাসকদল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, আপনার চার-পাঁচ প্রজন্ম রাজ্য শাসন করবে, তাহলে ভুল ভাবছেন। অত্যাচারীদের যেতেই হবে। আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি নেতা-কর্মী খুন।' 
4/10
শুভেন্দু এদিন বলেন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ডাক বিরোধী দলনেতার।
5/10
পুলিশের উপস্থিতিতে পিটিয়ে খুন হচ্ছে, এদিন বলেন শমীক ভট্টাচার্য।
6/10
আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
7/10
বিজেপি নেতা অভিজিৎ সরকার-সহ আরও একাধিক নেতার মৃত্যুতে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নামে সিবিআই (CBI)। যদিও একুশ এখন অতীত। তবুও রক্তের দাগ তেইশের পঞ্চায়েতের আগে ময়নায়।
8/10
এদিন শুভেন্দু বলেন,'পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ সংগ্রহ করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ।'
9/10
তিনি আরও দাবি করেছেন,'সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়েছিল।' শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন,'ময়নায় প্রায় ৩০০ বার আক্রমণ করেছে তৃণমূল। এখনও বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলে আছে।'
10/10
আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ঘোষণা করেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন,'পরিবারের দায়িত্ব নিচ্ছে বিজেপি। আইনি লড়াইয়ের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি চলবে। আগামী ৪ মে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হবে।'
Sponsored Links by Taboola