Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Post Poll Violence: 'অত্যাচারীদের যেতেই হবে', আজ ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন শুভেন্দুদের
আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে গঙ্গায় তর্পনের কর্মসূচিও রয়েছে বিজেপির।
এদিন 'সন্ত্রাস নিয়ে' ফের বিরোধী দলনেতার নিশানায় শাসকদল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, আপনার চার-পাঁচ প্রজন্ম রাজ্য শাসন করবে, তাহলে ভুল ভাবছেন। অত্যাচারীদের যেতেই হবে। আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি নেতা-কর্মী খুন।'
শুভেন্দু এদিন বলেন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ডাক বিরোধী দলনেতার।
পুলিশের উপস্থিতিতে পিটিয়ে খুন হচ্ছে, এদিন বলেন শমীক ভট্টাচার্য।
আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ধর্মতলায় শ্রদ্ধাঞ্জলি দিবস পালন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
বিজেপি নেতা অভিজিৎ সরকার-সহ আরও একাধিক নেতার মৃত্যুতে হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার তদন্তে নামে সিবিআই (CBI)। যদিও একুশ এখন অতীত। তবুও রক্তের দাগ তেইশের পঞ্চায়েতের আগে ময়নায়।
এদিন শুভেন্দু বলেন,'পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ সংগ্রহ করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ।'
তিনি আরও দাবি করেছেন,'সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়েছিল।' শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন,'ময়নায় প্রায় ৩০০ বার আক্রমণ করেছে তৃণমূল। এখনও বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলে আছে।'
আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ঘোষণা করেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন,'পরিবারের দায়িত্ব নিচ্ছে বিজেপি। আইনি লড়াইয়ের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি চলবে। আগামী ৪ মে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -