Swami Vivekananda Birth Anniversary : 'ওঠো, জাগো...' স্বামীজি স্মরণে বিবেকানন্দর-র সেরা কয়েকটি উক্তি
বিবেকানন্দর জন্মদিন দেশজুড়ে পালিত হয় জাতীয় যুব দিবস হিসেবেও। যে উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা সহ দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় তাঁর জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল “ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।”
কাজ সম্পর্কে বিবেকানন্দর বার্তা, “সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।”
শিকাগোর বক্তৃতা রাখতে গিয়ে বিবেকানন্দ শুরু করেছিলেন, 'ভাই ও বোন' বলে সম্বোধন করে। তাঁরই বক্তব্য, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
চরিত্র গঠন সম্পর্কে তাঁর বক্তব্য ছিল, “নিজের উপর বিশ্বাস না এলে, ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।'
তাঁর কথায়, “যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরী করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। ”
জীবে প্রেম করার বার্তা দিয়ে তিনি বলেছিলেন, “ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি, অনেক বেশি শক্তিমান।”
সকলকে নিয়ে এগিয়ে চলার বার্তা দিয়ে তিনি বলেছিলেন, “শুধু বড় লোক হয়ো না, বড় মানুষ হও।”
মানসিক কাঠিন্য তৈরির বার্তা দিয়ে তিনি বলেছিলেন, “যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে; আর যদি না চাও তাহলে অজুহাত পাবে।”
শক্ত মনে এগিয়ে যেতে স্বামী বিবেকানন্দর বার্তা, 'ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক, ভয়ই অসাধুতা, ভয়ই ভুল জীবন, এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা-ভাবনা ও ধারণা' এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -