Swami Vivekananda Birthday : স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিনে মঠ ও মিশনে রীতি মেনে শ্রদ্ধাজ্ঞাপন, নেই ভক্তদের প্রবেশের অনুমতি
স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার ৭৫ বছর, এই উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।
আজ স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিন। সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে পালন করা হয় বিশেষ অনুষ্ঠান।
করোনা পরিস্থিতিতে বাড়ির ভিতরে ভক্তদের প্রবেশ নিষেধ। তাঁদের জন্য বাইরেই শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়।
বেলুড়মঠে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন পালন করা হল চিরাচরিত রীতি মেনেই।
রামকৃষ্ণ মঠ ও মিশনের সারদাপীঠের সভাগৃহে আজ সকালে প্রার্থনা ও ভক্তিগীতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দেশাত্মবোধক গান, শারীরিক কসরত্, মার্শাল আর্ট, ছাড়াও বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
বেলুড়মঠে করোনা পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশের অনুমতি ছিল না। বেলুড়মঠের ওয়েবসাইটে দেখানো হয় অনুষ্ঠান।
১৯৮৫ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে তত্কালীন কেন্দ্রীয় সরকার।
কাটছাঁট মালদা রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানেও। স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন পালন করা হল চিরাচরিত রীতি মেনেই। তবে পদে পদে মেনে চলা হয় কোভিড বিধি। মাস্ক পরে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন মঠাধক্ষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
কোভিড বিধি মেনে রামকৃষ্ণ মিশন থেকে স্বামীজীর মূর্তি পর্যন্ত ছোট্ট একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক এবং কয়েকজন পড়ুয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -