Adenovirus: অ্যাডিনো মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন রাজ্যের, সংক্রমণ ঠেকাতে নির্দেশিকা কেন্দ্রের
অ্যাডিনো মোকাবিলায় ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন নবান্নের। অ্য়াডিনো পরিস্থিতি নিয়ে কেন্দ্র চিঠি দিয়েছে রাজ্যগুলিকে।
ফাইল ছবি
1/9
অ্যাডিনো মোকাবিলায় ৮ সদস্যের টাস্ক ফোর্স গঠন নবান্নের। টাস্ক ফোর্সে মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। স্বাস্থ্যসচিব, নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব।
2/9
টাস্ক ফোর্সে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। টাস্ক ফোর্সে চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, গোপালকৃষ্ণ ঢালি। পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন বৈঠক করবেন টাস্ক ফোর্সের সদস্যরা।
3/9
এদিকে, অ্য়াডিনো পরিস্থিতি নিয়ে কেন্দ্র চিঠি দিয়েছে রাজ্যগুলিকে। যেখানে, বলা হয়েছে কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, শ্বাসকষ্ট এবং অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে।
4/9
কো-মর্বিডিটি থাকা অল্পবয়সী বা বয়স্কদের ক্ষেত্রে সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠছে।
5/9
১ জানুয়ারি থেকে বিভিন্ন ICMR ল্যাবে যে সব নমুনা পরীক্ষা করা হয়েছে, তার 25%-এর বেশি নমুনায় অ্যাডিনো ভাইরাস পাওয়া গেছে।
6/9
নির্দেশিকায় বলা হয়েছে, সংক্রমণ ঠেকাতে হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখতে হবে। যেখানে সেখানে থুতু ফেলা চলবে না।
7/9
জনবহুল জায়গায় ব্যবহার করতে হবে মাস্ক, বার বার হাত ধুতে হবে। সংক্রমিতদের থেকে দূরে থাকতে হবে।
8/9
স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি রোগীদের সংক্রমণ নির্ণয় করতে বিভিন্ন পরীক্ষা করতে হবে।
9/9
স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে যেন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে মজুত থাকে তা দেখতে হবে।
Published at : 11 Mar 2023 11:54 PM (IST)