TET : এক্সাইড মোড়ে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন, অবরুদ্ধ রাস্তা, পুলিশি ধরপাকড়, গাড়ির তলায় শুয়ে প্রতিবাদ
' হয় চাকরি দিন, নয় আমাদের মৃত্যু দিন ' এই স্লোগান তুলে উত্তাল রবীন্দ্র সদন সংলগ্ন এক্সাইড মোড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জমায়েত ঘিরে উত্তেজনা। পুলিশি ধরপাকড়। চ্যাংদোলা করে চাকরিপ্রার্থীদের তুলে নিয়ে গেল পুলিশ।
চারিদিক থেকে চাকরিপ্রার্থীরা এসে রাস্তা অবরুদ্ধ করে দেয়। কিন্তু কিছুতেই আন্দোলন থেকে নড়বেন না, বদ্ধপরিকর আন্দোলনকারীরা।
টেট চাকরিপ্রার্থীরা গাড়ির তলায় শুয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। যাতে প্রিজন ভ্যানে তুলে তাঁদের পুলিশ সরিয়ে নিয়ে যেতে না পারে, তার জন্যই এমন প্রতিবাদ।
সকালেই ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়। সল্টলেকের করুণাময়ীতে জমায়েতের ডাক দেন চাকরিপ্রার্থীরা। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।
নিয়োগের দাবিতে ২০১৪’র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের করুণাময়ীর ছবি আর ফিরতে দিতে নারাজ পুলিশ প্রশাসন! তাই এবার পুলিশ বেসরকারি বাসেও তুলে নিয়ে যায়।
এই আন্দোলনের জেরে কার্যত অবরুদ্ধে রবীন্দ্র সদন এক্সাইড মোড় সংলগ্ন এলাকা।
এলাকা জুড়ে তীব্র যানজট। ধরপাকড় করতে গেলে মরিয়া হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। এরপর তাঁরা পৌঁছে যান ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনেও।
ফুটপাথে বসে চলে প্রতিবাদ। সূত্রের খবর, নিয়োগের দাবিতে বুধবার করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যাওয়ার কথা ছিল ২০১৪’র টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড প্রার্থীদের। সে খবর পেয়ে এদিন সকাল থেকেই সল্টলেকের বিভিন্ন জায়গায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
গত ১৭ অক্টোবর, করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে এভাবেই কয়েক হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে যায়! এরপর ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত, প্রায় ৮৪ ঘণ্টা ধরে অনশন আন্দোলন করেন চাকরিপ্রার্থীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -