Lunar Eclipse : উজ্জ্বল রক্তবর্ণের চাঁদ, কলকাতা কেমন দেখল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখুন ছবি
আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ। কলকাতা-সহ উত্তর-পূর্ব ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া গেল। কেমন ছিল সেই ছবি ?
Lunar Eclipse, Chandra Grahan 2022
1/10
মঙ্গলবার বিকেল ৩ টে ৪৬ মিনিট থেকে ভারতে শুরু হয়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
2/10
কলকাতার আকাশে বিকেল ৪টে ৫২-য় চাঁদ ওঠে। যার আগে থেকেই অধীর অপেক্ষায় ছিলেন সকলে।
3/10
বিকেল ৫টা ১১ পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায় কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের আকাশে।
4/10
কলকাতার আকাশের ভিত্তিতে ১৯ মিনিট দেখা যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও বিভিন্ন জায়গায় কিছুটা বেশি সময় তা দেখা গিয়েছে।
5/10
চন্দ্রগ্রহণ ছেড়ে যায় সন্ধে ৬টা ১৯-এ।
6/10
৫টা ১১ থেকে ৬টা ১৯ পর্যন্ত চলে আংশিক চন্দ্রগ্রহণ।
7/10
খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের মাঝে প্রচ্ছায়া ও উপছায়ার অংশের সময়েও চলে দেখার চেষ্টা।
8/10
কলকাতায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যায় ১ ঘণ্টা ৮ মিনিট।
9/10
প্রসঙ্গত, এর পরের চন্দ্রগ্রহণ তিনবছর পর, ২০২৫-এ।
10/10
সমস্ত ছবি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিকিক্সের বিভিন্ন টেলিস্কোপে তোলা।
Published at : 08 Nov 2022 08:15 PM (IST)