TMC Shahid Diwas 2022: কোন দিন কোন কর্মসূচি তৃণমূলের? একুশের মঞ্চ থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের কর্মসূচি ঘোষণা করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৮ অগাস্ট তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, সেদিন রবিবার। সেই কারণে তার পরদিন, সোমবার, ২৯ জুলাই গাঁধী মূর্তির পাদদেশে প্রতিষ্ঠা দিবস পালিত হবে।
৯ অগাস্ট আদিবাসী দিবসে কর্মসূচি হবে। সেদিন মহরম বলে সকালেই কর্মসূচি সেরে ফেলার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই বছর স্বাধীনতার ৭৫তম বর্ষ। ১৪ অগাস্ট নিজেদের এলাকায় দেশাত্মবোধক অনুষ্ঠান করার বার্তা কর্মী সমর্থকদের।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ঘরে ঘরে তেরঙ্গা লাগিয়ে শ্রদ্ধা জানানোর বার্তা।
'ইউনেস্কো' থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। ১ সেপ্টেম্বর বেলা ২টো থেকে পুজো নিয়ে ব়্যালি।
চলতি বছর অক্টোবর মাসে দুর্গাপুজো। তার আগে ২২ অগাস্ট পুলিশের সঙ্গে পুজো নিয়ে বৈঠক সারা হবে।
এদিন পুজোর আগে পর্যন্ত দলের সমস্ত কর্মসূচি একুশের সভামঞ্চ থেকে ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী।
তারপরের সমস্ত অনুষ্ঠানের কর্মসূচি দল ঠিক করবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন হাজির হয়েছিলেন তৃণমূল নেতা, কর্মী, সমর্থকেরা। হাজির ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -