TMC Delhi Chalo : তৃণমূলের 'দিল্লি চলো', নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাজো সাজো রব, রাতভর রান্নাবান্না, দেখুন ছবি
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো অভিযান। ট্রেন না পাওয়ায় বাসেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলের টার্গেট, দিল্লিতে অন্তত ৩-৪ হাজার মানুষের জমায়েত। তাই শুক্রবার থেকেই জেলা জেলা থেকে মানুষ এসে থেকে ছিলেন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ নেবেন।
তৃণমূল সূত্রে খবর, ১০০ দিনের কাজের টাকা না পাওয়া বঞ্চিত শ্রমিক ও কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় দিল্লি-যাত্রার জন্য অল ইন্ডিয়া পারমিট থাকা আন্তঃরাজ্য চলাচলকারী ৫০টিরও বেশি স্লিপার ক্লাস বাস নেওয়া হয়েছে। প্রতিটি বাসে থাকছেন ২ জন করে চালক।
থাকছেন চিকিৎসক। পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। দিল্লি-যাত্রায় বিভিন্ন জায়গায় বাস দাঁড়াবে।
সম্ভাব্য রুট হল, কলকাতা-আসানসোল-ধানবাদ-বারাণসী-কানপুর, আগরা হয়ে দিল্লি। বিভিন্ন জেলা অনুযায়ী বাস বরাদ্দ করা হয়েছে।
সকাল সকাল প্রস্তুত ছিলেন কর্মীরা। সারা রাত ধরে রান্না হয়েছে নেতাজি ইন্ডোরে। মেনুতে রয়েছে, ভাত-ডাল-তরকারি, ডিম।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাই আজ সাজো সাজো রব। বংশাল বিশাল পাত্রে রাখা ভাত, ডাল, ডিম। পাত পেড়ে খেলেন জেলা জেলা থেকে আসা মানুষরা।
আজ দুপুরে দিল্লি চলো নিয়ে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বক্তৃতা দেবেন তিনি। ২-৩ অক্টোবর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দিল্লিতে তৃণমূলের কর্মসূচি রয়েছে। ২ অক্টোবর রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, ৩ অক্টোবর কৃষি ও গ্রামোন্নয়ন ভবন অভিযান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -