Abhishek Banerjee: বকেয়া চেয়ে পথে অভিষেক! পায়ে পায়ে রাজভবন অভিযান তৃণমূলের!
কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে বাংলার। এই বকেয়া নিয়ে দীর্ঘ দিন ধরে চলছে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েন। সেই বকেয়ার দাবিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি অভিযান করেছিল তৃণমূল। রাজঘাটে-কৃষিভবনে বিক্ষোভ আন্দোলন নিয়ে তৃণমূল-বিজেপি টানাপড়েন হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এবার বকেয়ার দাবিতে রাজভবন অভিযান করবে তৃণমূল।
সেই মতো রাজভবনের সামনে ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে এবং আবাস যোজনায় বাংলার বকেয়ার দাবিতে বিক্ষোভ অবস্থানে বসেন তৃণমূল নেতা-বিধায়ক-সাংসদরা। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার রাজভবন অভিযান করে তৃণমূল। পথে নামেন তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজভবন চলো অভিযানে সামিল হয়েছিলেন সিঙ্গুরের তৃণমূল কর্মীরাও। সকাল সকাল ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন তাঁরা। তৃণমূল কর্মীদের মুখে স্লোগান, হাতে পোস্টার।
দিল্লির মাটি থেকেই 'রাজভবন চলো' অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের সেই কর্মসূচি আয়োজন হয়।
দুপুর আড়াইটেয় রবীন্দ্র সদনে জমায়েত হয়। পার্ক স্ট্রিট, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল যায় রাজভবন।
বিভিন্ন জেলা থেকে এই দিনের মিছিলে যোগ দেন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
এদিনের মিছিলে যোগ দেন শান্তনু সেন, অরূপ বিশ্বাস, মদন মিত্র, সায়নী ঘোষ, শশী পাঁজা, কাকলি ঘোষ দস্তিদার, মালা রায়, সুব্রত বক্সি, শতাব্দী রায়, ফিরহাদ হাকিম-সহ অনেকেই।
এদিন তৃণমূলের রাজভবন অভিযানে দেখা গিয়েছে অধ্যাপকদের একটি অংশ এবং প্রাক্তন উপাচার্যদেরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -