WB Flood Situation: পুজোর আগে দুর্যোগ বাংলায়, জলের তলায় একের পর এক গ্রাম, বিপর্যস্ত দিনযাপন
দুর্গাপুর ব্যারাজের ছাড়া জলে ভাসছে হুগলির খানাকুল। মুণ্ডেশ্বরী নদীর জল উপচে নতুন করে প্লাবিত একাধিক গ্রাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগ্রামবাসীদের অভিযোগ, তিনদিন ধরে জলবন্দি। বন্যার জলই খেতে হচ্ছে। খাবার নেই, ত্রাণ মেলেনি, কেউ খোঁজও নেয়নি।
খানাকুলের দুটি ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। ডুবে গেছে পানীয় জলের কল।
পুজোর মুখে হঠাৎ বন্যায় সর্বস্বান্ত হাওড়ার উদয়নারায়ণপুরের কৃষকরা। DVC-র ছাড়া জলে দামোদরের বাঁধ উপছে মঙ্গলবার রাত থেকে করে জল ঢুকতে শুরু করে একের পর এক গ্রামে। প্লাবিত হয় কমপক্ষে ১৫টি গ্রাম।
উদয়নারায়ণপুরের টোকাপুর, জঙ্গলপাড়া, শিবানীপুর, আকনা, ঠাকুরানিচক, কুরচি শিবপুর, ঘোলা-সহ একাধিক গ্রামে কৃষিজমি, রাস্তাঘাট, ঘরবাড়ি জলের তলায় চলে যায়। ধান, আলু এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
পুজোর মুখে ফসল মাঠেই নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। পুকুর ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিরাও।
তিস্তার জলে বানভাসি জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বাসুসুবা গ্রাম। জলবন্দি হাজার খানেক মানুষ। বিঘার পর বিঘা কৃষিজমি যেন মস্ত নদী।
চাষের খেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। ভেলায় চড়ে চলছে যাতায়াত। রাতের ঘুম কেড়েছে তিস্তা।
ব্যারাজ থেকে জল ছাড়লে আরও কতটা দুর্ভোগ পোহাতে হবে, তা ভেবেই পাচ্ছেন না তিস্তা পাড়ের বাসিন্দারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -