WB Flood Situation: পুজোর আগে দুর্যোগ বাংলায়, জলের তলায় একের পর এক গ্রাম, বিপর্যস্ত দিনযাপন
West Bengal News: নিম্নচাপের প্রত্যাবর্তনে পুজোর আগে দুর্যোগ বাংলায়। ডিভিসি-র জলে প্লাবিত হাওড়া-হুগলির বিস্তীর্ণ এলাকা।
ফাইল ছবি
1/9
দুর্গাপুর ব্যারাজের ছাড়া জলে ভাসছে হুগলির খানাকুল। মুণ্ডেশ্বরী নদীর জল উপচে নতুন করে প্লাবিত একাধিক গ্রাম।
2/9
গ্রামবাসীদের অভিযোগ, তিনদিন ধরে জলবন্দি। বন্যার জলই খেতে হচ্ছে। খাবার নেই, ত্রাণ মেলেনি, কেউ খোঁজও নেয়নি।
3/9
খানাকুলের দুটি ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন। কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। ডুবে গেছে পানীয় জলের কল।
4/9
পুজোর মুখে হঠাৎ বন্যায় সর্বস্বান্ত হাওড়ার উদয়নারায়ণপুরের কৃষকরা। DVC-র ছাড়া জলে দামোদরের বাঁধ উপছে মঙ্গলবার রাত থেকে করে জল ঢুকতে শুরু করে একের পর এক গ্রামে। প্লাবিত হয় কমপক্ষে ১৫টি গ্রাম।
5/9
উদয়নারায়ণপুরের টোকাপুর, জঙ্গলপাড়া, শিবানীপুর, আকনা, ঠাকুরানিচক, কুরচি শিবপুর, ঘোলা-সহ একাধিক গ্রামে কৃষিজমি, রাস্তাঘাট, ঘরবাড়ি জলের তলায় চলে যায়। ধান, আলু এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
6/9
পুজোর মুখে ফসল মাঠেই নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকদের। পুকুর ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিরাও।
7/9
তিস্তার জলে বানভাসি জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের বাসুসুবা গ্রাম। জলবন্দি হাজার খানেক মানুষ। বিঘার পর বিঘা কৃষিজমি যেন মস্ত নদী।
8/9
চাষের খেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। ভেলায় চড়ে চলছে যাতায়াত। রাতের ঘুম কেড়েছে তিস্তা।
9/9
ব্যারাজ থেকে জল ছাড়লে আরও কতটা দুর্ভোগ পোহাতে হবে, তা ভেবেই পাচ্ছেন না তিস্তা পাড়ের বাসিন্দারা।
Published at : 05 Oct 2023 02:34 PM (IST)