TMC Shahid Diwas 2022: দু'বছর পর ফিরছে ২১ র সেই জনসমুদ্র, কীভাবে তৈরি মহানগর ?
করোনার কারণে ২ বছর ভার্চুয়াল সভা হয়েছে। এবার সমাবেশের আয়োজন। তাই জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাজো সাজো রব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এগোবে ধর্মতলার দিকে। শহরের পথ সচল রাখতে, মিছিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন রুট।
বিগত বছরের ছবিগুলো বলছে, উত্তর কলকাতার সবচেয়ে বড় মিছিলটি বেরোয়, শ্যামবাজারের ৫ মাথার মোড় থেকে।
শ্যামবাজার থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে সভাস্থলে পৌঁছবে মিছিল।
দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় মিছিলটি বেরোবে হাজরা মোড় থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এটিএম রোড, জওহরলাল নেহরু রোড হয়ে সভাস্থলে পৌঁছবে এই মিছিল।
শুরু একুশের কাউন্টডাউন! প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের মেগা ইভেন্টের! ইতিমধ্যেই উত্তরের জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা!
দূরবর্তী জেলার তৃণমূল কর্মীরা, যাঁরা হাওড়া স্টেশন হয়ে আসবেন, তাঁরা হাওড়া ব্রিজ পেরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংসওয়ে, রেড রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে মূলত পৌঁছবেন সভাস্থলে।
করোনাকালে ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ।
শহরজুড়ে ১০টি জোন ভাগ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনী। প্রতি জোনে কমপক্ষে ৫টি করে পুলিশ পিকেট থাকবে।
২১ জুলাই তৃণমূলের সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম। প্রায় দু’-আড়াই বছর অকেজো অবস্থায় পড়েছিল টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ২২৩ নম্বর ট্রাম। অন্যদিকে, করোনার জন্য গত ২ বছর ট্রাম সাজিয়ে ২১ জুলাইয়ের প্রচার হয়নি। এবার টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে এই ট্রাম সাজিয়ে তোলা হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী-সহ বিভিন্ন প্রকল্পের কাটআউট আর ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -