TMC Shahid Diwas 2022: দু'বছর পর ফিরছে ২১ র সেই জনসমুদ্র, কীভাবে তৈরি মহানগর ?
দু'বছর পর ফিরছে ২১ র সেই জনসমুদ্র, কীভাবে তৈরি মহানগর ?
1/10
করোনার কারণে ২ বছর ভার্চুয়াল সভা হয়েছে। এবার সমাবেশের আয়োজন। তাই জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাজো সাজো রব।
2/10
কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এগোবে ধর্মতলার দিকে। শহরের পথ সচল রাখতে, মিছিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন রুট।
3/10
বিগত বছরের ছবিগুলো বলছে, উত্তর কলকাতার সবচেয়ে বড় মিছিলটি বেরোয়, শ্যামবাজারের ৫ মাথার মোড় থেকে।
4/10
শ্যামবাজার থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে সভাস্থলে পৌঁছবে মিছিল।
5/10
দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় মিছিলটি বেরোবে হাজরা মোড় থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এটিএম রোড, জওহরলাল নেহরু রোড হয়ে সভাস্থলে পৌঁছবে এই মিছিল।
6/10
শুরু একুশের কাউন্টডাউন! প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের মেগা ইভেন্টের! ইতিমধ্যেই উত্তরের জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা!
7/10
দূরবর্তী জেলার তৃণমূল কর্মীরা, যাঁরা হাওড়া স্টেশন হয়ে আসবেন, তাঁরা হাওড়া ব্রিজ পেরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংসওয়ে, রেড রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে মূলত পৌঁছবেন সভাস্থলে।
8/10
করোনাকালে ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কলকাতার একাধিক রাস্তা সারা দিনের জন্য ওয়ান ওয়ে ঘোষণা করল কলকাতা ট্রাফিক পুলিশ।
9/10
শহরজুড়ে ১০টি জোন ভাগ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনী। প্রতি জোনে কমপক্ষে ৫টি করে পুলিশ পিকেট থাকবে।
10/10
২১ জুলাই তৃণমূলের সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম। প্রায় দু’-আড়াই বছর অকেজো অবস্থায় পড়েছিল টালিগঞ্জ-বালিগঞ্জ রুটের ২২৩ নম্বর ট্রাম। অন্যদিকে, করোনার জন্য গত ২ বছর ট্রাম সাজিয়ে ২১ জুলাইয়ের প্রচার হয়নি। এবার টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে এই ট্রাম সাজিয়ে তোলা হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী-সহ বিভিন্ন প্রকল্পের কাটআউট আর ছবিতে।
Published at : 19 Jul 2022 03:15 PM (IST)