TMC Martyr Day 2022: মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড বুকে, পায়ে পায়ে ধর্মতলায় ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মীরা
সকাল থেকেই শুরু একুশের মিছিল। পায়ে পায়ে ধর্মতলায় ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাওড়া স্টেশনে ভিড়। বিভিন্ন জেলা থেকে আসছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। ট্রেন থেকে নেমে রওনা দিচ্ছেন ধর্মতলায় সভাস্থলের দিকে।
সল্টলেকের দত্তাবাদে ধর্মতলামুখী তৃণমূল কর্মী, সমর্থকদের বর্ণাঢ্য মিছিল। নেতৃত্বে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে, শাঁখ বাজিয়ে, ঢাকের তালে মিছিল সামিল হন তৃণমূল কর্মী, সমর্থকরা।
পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তৃণমূল নেত্রীর ছবি লাগানো টি-শার্ট পরে সমাবেশে হাজির তৃণমূল কর্মী সমর্থকরা।
একুশের সমাবেশে ২০ হাজার তৃণমূল কর্মী, সমর্থককে খাওয়াতে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। পাঞ্জাবিদের একটি সংগঠনের তরফে ডোরিনা ক্রসিংয়ে ক্যাম্প বানিয়ে চলছে খাবার বিলি। আনা হয়েছে জলের ট্যাঙ্কার।
সকাল সকাল খাবার খেয়ে সমাবেশস্থলে রওনা দেবেন তৃণমূল কর্মী, সমর্থকরা। মেয়ো রোডে চলছে রান্না। মেনুতে রয়েছে মাংস-ভাত, ডাল আর ছ্যাঁচড়ার তরকারি।
শিয়ালদা স্টেশন চত্বরে উত্সবের ছবি। ঢাকের তালে নাচ, গানে মেতে উঠেছেন মতুয়ারা। পতাকা নিয়ে বিশাল মিছিল এগোচ্ছে ধর্মতলার দিকে। নেতৃত্বে তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।
টুপিতে ঘাসফুল, বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে একুশের সমাবেশে হাজির তৃণমূল কর্মী, সমর্থকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -