Durga Puja 2022 : কলকাতার দুর্গাপুজোকে Heritage স্বীকৃতি, ধন্যবাদ জানাতে এই ছবিগুলি যাচ্ছে UNESCO-র কাছে
বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। এবার UNESCO-কে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জানাবেন কলকাতার শিল্পীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইসিসিআর-এর নন্দলাল বসু প্রদর্শনী কক্ষে বসল ছবি আঁকার আসর। শিল্পীদের আঁকা দুর্গা সম্পর্কিত ছবি পাঠানো হবে UNESCO-র কাছে।
গতবছর, কলকাতার দুর্গাপুজোকে Intangible Cultural Heritage স্বীকৃতি দিয়েছে UNESCO। এবার তাঁদের ধন্যবাদ জানাতে এক ছাদের তলায় রঙ, পেন্সিল, তুলি হাতে বসলেন নবীন-প্রবীন শিল্পীরা।
রুক্ষ-শুষ্ক কাগজে প্রাণ পেল ত্রিণয়নীর নানা রূপ। রবিবার হো চি মিন সরণীর আইসিসিআর-এর নন্দলাল বসু প্রদর্শনী কক্ষে বসে ছবি আঁকার আসর।
কারও ছবিতে গণেশ কোলে শিবের সঙ্গে গল্পরত দুর্গা নিছকই বাঙালি ঘরণি। কোনও ছবিতে ফুটে উঠল দুর্গাকে ঘিরে কলকাতার উৎসব।
কারও ছবিতে শুধুই দুর্গানাম। সুশান্ত পাল, রূপচাঁদ কুণ্ডু, রণো বন্দ্যোপাধ্যায় থেকে পূর্ণেন্দু দে, গৌরাঙ্গ কুইলা, তরুণ দে-এর মতো শিল্পীর আঁকা ছবি গুলি পরবর্তী সময়ে তুলে দেওয়া হবে UNESCO-কে।
বিশ্বের দরবারে এত বড় স্বীকৃতি। অন্যান্য বারের তুলনায় এবারের দুর্গাপুজো অনেকটাই আলাদা শিল্পী থেকে উদ্যোক্তা সবার কাছে।
নববর্ষ থেকেই প্রস্তুতি শুরু হবে বহু জায়গায়। তার আগে যেন ভাবনার মহড়া দিলেন শিল্পীরা।
শুধু শিল্প নয়, চৈত্রের রবি সকালে ফ্রেমবন্দি হল শিল্পের জন্মমুহূর্ত।
শিল্পের স্বীকৃতির ধন্যবাদ জ্ঞাপন, শিল্পের মাধ্যমেই। প্রতিবেদন - অরিত্রিক ভট্টাচার্য
- - - - - - - - - Advertisement - - - - - - - - -