Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ শুরু, কোন পথে যাতায়াত?
কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দ্বিতীয় হুগলি সেতু। কয়েক মাস আগেই তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। এবার শুরু হল সংস্কার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলি রিভার ব্রিজ কমিশনের তত্ত্বাবধানে সেতুর রোপ পরিবর্তনের কাজ শুরু হয়েছে। তার জেরে, গতকাল রাত থেকেই সেতুতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সেতুতে পুরোপুরিভাবে বন্ধ থাকবে পণ্য়বাহী গাড়ি চলাচল। তবে, চলতে পারবে ছোট গাড়ি এবং বাস।
বিদ্যাসাগর সেতুর জন্য বন্দর এলাকা থেকে আসা HGVS এবং MGV গুলি সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - কিংসওয়ে - CR পেতে ক্লাইড রো / সেন্ট জর্জেস গেট রোড ক্রসিং থেকে ডাইভার্ট করা হবে৷
দাস মূর্তি - নেতাজি মূর্তি - সরকার পূর্ব স্থান - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং-সিআর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং-টালা ব্রিজ-বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে।
বিদ্যাসাগর সেতুর জন্য J&N Island দিক থেকে কেপি রোড ধরে আসা পশ্চিমগামী ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলিকেও ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
বিদ্যাসাগর সেতুর জন্য এক্সাইড ক্রসিংয়ের দিক থেকে আসা ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলি (বন্দরগামী ব্যতীত) এক্সাইড ক্রসিং থেকে JL নেহেরু রোড - ডোরিনা ক্রসিং - এসপ্ল্যানেড ক্রসিং- সি আর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং- টালা ব্রিজ বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে।
দ্বিতীয় হুগলি সেতুতে ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে ৷
ডি এল খানের দিক থেকে AJC বরাবর আসছে এমন যান গুলিকে এজেসি বোস রোড / ডি এল খান রোড ক্রসিং থেকে হসপিটাল রোড-কেপি রোড-ডাফেরিন রোড - মেয়ো রোড - নেতাজি মূর্তি - গভর্নমেন্টের প্লেস - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং - সিআর এভিনিউ ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং - টালা ব্রিজ-বিটি রোড - ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -