Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ, বিকল্প কোন পথ ধরবেন?
Vidyasagar Setu Traffic Control: ১৯৯২ সালে চালু হয় ৮২৩ মিটার দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু। যাকে বিদ্যাসাগর সেতুও বলা হয়।
ফাইল ছবি
1/10
সদা ব্য়স্ত ও সদা কর্মচঞ্চল, কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দ্বিতীয় হুগলি সেতু।
2/10
স্বাস্থ্য পরীক্ষার পর এই সেতুর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভারব্রিজ কমিশন।
3/10
যে কাজের জন্য আজ, বুধবার থেকে ৮ মাস দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ করা হবে। কোন পথে করবেন যাতায়াত?
4/10
কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ৬ লেনের রাস্তার মধ্য়ে ২টি লেন দিয়ে চলতে পারবে ছোট গাড়ি। বড় গাড়ি ও লরি ঘুরপথে চলবে।
5/10
সেন্ট্রাল অ্য়াভিনিউ, ভিআইপি রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও বিটি রোড ধরে দিয়ে ঘোরানো হবে বড় গাড়ি।
6/10
লরি ও ভারী গাড়ি চলবে সেন্ট্রাল অ্যাভিনিউ, ভিআইপি রোডের মতো বিকল্প রাস্তা দিয়ে।
7/10
বিটি রোডের ডানলপমুখী রাস্তার কাজ চলায় সেখানে যানজটের সমস্যা রয়েছে।
8/10
দ্বিতীয় হুগলি সেতুর গাড়ির চাপ এসে পড়লে যানজট আরও বাড়বে। সেক্ষেত্রে, বিকল্প হিসেবে ভিআইপি রোড হয়ে বেলঘরিয়া এক্সপ্রেয়েওয়ে ধরে বড় গাড়ি গুলিকে চলাচল করানো হবে।
9/10
১৯৯২ সালে চালু হয় ৮২৩ মিটার দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু। যাকে বিদ্যাসাগর সেতুও বলা হয়।
10/10
স্বাস্থ্য পরীক্ষায় বহু পুরনো এই সেতুর খারাপ অবস্থা ধরা পড়ার পর রোপ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কাজের জন্য় যান নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতুতে।
Published at : 01 Nov 2023 07:42 AM (IST)