Train Cancel: স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়, সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির শিকার যাত্রীরা
আজ ও কাল হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযার জেরে সকাল থেকেই নাকাল অবস্থা নিত্যযাত্রীদের। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়েও মিলছে না ট্রেন। রাস্তায় বেরিয়ে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন ট্রেনযাত্রীরা।
আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। বর্ধমান-হাওড়া ও কাটোয়া আজিমগঞ্জ শাখাতেও ট্রেন বাতিল।
রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণের কাজের জন্য ট্রেন বাতিল বলে রেল সূত্রে খবর।
ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
তার জেরে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনি-রবিবার হলেও, এই দু’দিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
আজ শনিবার এবং আগামীকাল শিয়ালদা থেকেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -