Train Cancel: স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়, সপ্তাহান্তে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তির শিকার যাত্রীরা

Train Disruption: বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, সপ্তাহান্তে দুর্ভোগের শিকার যাত্রীরা

ফাইল ছবি

1/8
আজ ও কাল হাওড়া ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
2/8
যার জেরে সকাল থেকেই নাকাল অবস্থা নিত্যযাত্রীদের। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়েও মিলছে না ট্রেন। রাস্তায় বেরিয়ে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন ট্রেনযাত্রীরা।
3/8
আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। বর্ধমান-হাওড়া ও কাটোয়া আজিমগঞ্জ শাখাতেও ট্রেন বাতিল।
4/8
রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণের কাজের জন্য ট্রেন বাতিল বলে রেল সূত্রে খবর।
5/8
ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
6/8
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ ও কাল হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
7/8
তার জেরে প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনি-রবিবার হলেও, এই দু’দিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
8/8
আজ শনিবার এবং আগামীকাল শিয়ালদা থেকেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
Sponsored Links by Taboola