Train Disruption: বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, সপ্তাহান্তে দুর্ভোগের শিকার যাত্রীরা
লাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে আজ ও কাল হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকাধিক ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত বা রুট বদল করা হয়েছে।
সপ্তাহ শেষ ও ছুটির দিন হলেও রাস্তায় বেরনো সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
মেরামতি হবে লাইনের।সেই সঙ্গে কাজ হবে রক্ষণাবেক্ষণের।যার জেরে শনিবারের মতো রবিবারও ব্যাহত হবে হাওড়া ডিভিশনের ট্রেন চলাচল।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সিগন্যাল মেরামতি ও হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খানা-গুমানি শাখায় ইন্টিগ্রেটেড মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে।
এই কারণে, শনিবার ও রবিবার বাতিল করা হয়েছে বহু ট্রেন।
শনিবারের বাতিলের তালিকায় রয়েছে হাওড়া, বর্ধমান, রামপুরহাট, আজিমগঞ্জ, ও ডানকুনি থেকে ছাড়া একাধিক লোকাল ট্রেন।
রবিবার বাতিল করা হয়েছে, হাওড়া, বর্ধমান, আরামবাগ, গোঘাট, ব্যান্ডেল, কাটোয়া, ডানকুনি, আজিমগঞ্জ থেকে ছাড়া একাধিক লোকাল ট্রেন।
বেশ অসংখ্যা ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত ও কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছে বলে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -