Asansol Ballygunge bypoll Results 2022 : আসানসোল, বালিগঞ্জে সবুজ ঝড়, সেলিব্রেশন দিকে দিকে
আসানসোল, বালিগঞ্জে সবুজ ঝড়, সেলিব্রেশন দিকে দিকে
1/8
বালিগঞ্জে এগিয়ে বাবুল সুপ্রিয়। হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ২ নম্বরে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। কংগ্রেসকে চার নম্বরে ঠেলে ৩ নম্বরে বিজেপি।
2/8
আসানসোলে এক লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। এই পরিস্থিতিতে আগাম জয়ের আনন্দে মাতল ঘাসফুল শিবির।
3/8
আসানসোল থেকে বালিগঞ্জ, সর্বত্র তৃণমূল নেত্রীকে কুর্ণিশ জানাচ্ছেন তৃণমূলকর্মীরা। উড়ছে সবুজ আবির। সবুজ বেলুন।
4/8
বিরাট ব্যবধানে এগিয়ে থেকে আনন্দের মেজাজ বাবুলের ঘরে। মেয়ে রচনা ও ছোট্ট মেয়েকে নিয়ে আনন্দে মাতলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী।
5/8
বাবুল সুপ্রিয়কে দেখা গেল পরিবারের সঙ্গে আনন্দ করতে।
6/8
আসানসোলে ১ লক্ষ বিরাট ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা । আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাই সেখানেও সেলিব্রেশন শুরু হয়েছে।
7/8
সবুজ আবির ও দলীয় পতাকা নিয়ে আনন্দে মেতেছেন কর্মীরা।
8/8
আসানসোল, বালিগঞ্জের উপনির্বাচনে বিপুল জনমত, তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ, ভোটারদের স্যালুট, ট্যুইটে প্রতিক্রিয়া মমতার।
Published at : 16 Apr 2022 02:26 PM (IST)