TMC Protest: কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ, ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস
কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে মেয়ো রোডে ম্যারাথন ধর্নায় মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্না। ধর্নামঞ্চে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মালা রায়, অপরূপা পোদ্দার সহ তৃণমূলের অন্যান্য নেত্রীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার সকাল ১০ টা থেকে বৃহস্পতিবার সন্ধে ৬ টা, কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে ৩২ ঘণ্টার ম্যারাথন ধর্নায় বসল মহিলা তৃণমূল কংগ্রেস।
১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখা এবং, আবাস যোজনার টাকা না দেওয়ার অভিযোগ, তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির অপপ্রচারের অভিযোগে তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক পর দিনই মেয়ো রোডে প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস।
ধর্না মঞ্চ থেকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল।অপরূপা পোদ্দারের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
এর আগে,২৯ ও ৩০ শে মার্চ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে রেড রোডে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরও একাধিকবার তাঁর মুখে কেন্দ্রের বিরুদ্ধে টাকা বকেয়া আটকে রাখার অভিযোগ শোনা গেছে।
এই বকেয়া ইস্যুতেই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা পৌঁছে গেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের দফতরে। মোদি সরকারের মন্ত্রীর দেখা না পেয়ে, সচিবের সঙ্গে কথা বলেন তাঁরা।
আরও একধাপ এগিয়ে, ১ কোটি চিঠি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে পৌঁছে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -