ডাঃ সিদ্ধেশ্বর হয়েছেন গণেশ, মা দুর্গার হাতে এখানে অক্সিমিটার, ভ্যাকসিন, ওষুধ!
মণ্ডপের গায়ে লেখা করোনা মুক্তি কেন্দ্র। আর ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে হাসপাতালের দৃশ্য। সেখানেই অধিষ্ঠিত মা দুর্গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপাড়া মিলনী সংঘের পুজোয় এবার অভিনবত্বের ছোঁয়া। মণ্ডপেই দেওয়া হয়েছে করোনা সতর্কতার বার্তা।
দেবীর এখানে রুদ্ররুপ নয়, বরং তিনি এসেছেন চিকিৎসকের বেশে। তাঁর ১০ হাতে অস্ত্র নয়, রয়েছে করোনা মোকাবিলার ১০ রকম সামগ্রী।
দেবী প্রতিমার গায়ে রয়েছে চিকিৎসকদের অ্যাপ্রন, হাতে রয়েছে অক্সিমিটার, স্যানিটাইজার, ওষুধের স্ট্রিপ, স্টেথস্কোপ ও অন্যান্য চিকিৎসার সামগ্রী।
গণেশকে এখানে দেখানো হয়েছে ডা: সিদ্ধেশ্বর হিসাবে। চিকিৎসকের টেবিলে বসে রয়েছেন তিনি।
গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে টিকাকরণের দৃশ্য। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক প্রত্যেকের মুখেই রয়েছে মাস্ক।
দেবী প্রতিমার নিচে অবশ্য ছোট্ট দেবি প্রতিমা রেখে ফুটিয়ে তোলা হয়েছে দেবির সাবেকি রূপ। পুজো চলছে সেখানেই।
দেবীর পরণে বেনারসী বা ভারি সাজ নেই, প্রত্যেকেই সাধারণ তাঁতের শাড়ি পরেছেন। আর তার উপর রয়েছে চিকিৎসকদের পোশাক।
মণ্ডপ জুড়ে দেওয়া হয়েছে টিকাকরণের বার্তাও। করোনাবিধিও মানা হয়েছে মণ্ডপে। সরকারি নির্দেশ মেনে হয়েছে খোলা মণ্ডপ।
সব মিলিয়ে করোনা সতর্কতা ও করোনা থেকে মুক্তি পাওয়ার বার্তাই ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। ছবি ও তথ্য - তোর্ষা ভট্টাচার্য্য
- - - - - - - - - Advertisement - - - - - - - - -