ডাঃ সিদ্ধেশ্বর হয়েছেন গণেশ, মা দুর্গার হাতে এখানে অক্সিমিটার, ভ্যাকসিন, ওষুধ!

ডাঃ সিদ্ধেশ্বর হয়েছেন গণেশ, মা দুর্গার হাতে এখানে অক্সিমিটার, ভ্যাকসিন, ওষুধ!

1/10
মণ্ডপের গায়ে লেখা করোনা মুক্তি কেন্দ্র। আর ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে হাসপাতালের দৃশ্য। সেখানেই অধিষ্ঠিত মা দুর্গা।
2/10
উত্তরপাড়া মিলনী সংঘের পুজোয় এবার অভিনবত্বের ছোঁয়া। মণ্ডপেই দেওয়া হয়েছে করোনা সতর্কতার বার্তা।
3/10
দেবীর এখানে রুদ্ররুপ নয়, বরং তিনি এসেছেন চিকিৎসকের বেশে। তাঁর ১০ হাতে অস্ত্র নয়, রয়েছে করোনা মোকাবিলার ১০ রকম সামগ্রী।
4/10
দেবী প্রতিমার গায়ে রয়েছে চিকিৎসকদের অ্যাপ্রন, হাতে রয়েছে অক্সিমিটার, স্যানিটাইজার, ওষুধের স্ট্রিপ, স্টেথস্কোপ ও অন্যান্য চিকিৎসার সামগ্রী।
5/10
গণেশকে এখানে দেখানো হয়েছে ডা: সিদ্ধেশ্বর হিসাবে। চিকিৎসকের টেবিলে বসে রয়েছেন তিনি।
6/10
গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে টিকাকরণের দৃশ্য। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক প্রত্যেকের মুখেই রয়েছে মাস্ক।
7/10
দেবী প্রতিমার নিচে অবশ্য ছোট্ট দেবি প্রতিমা রেখে ফুটিয়ে তোলা হয়েছে দেবির সাবেকি রূপ। পুজো চলছে সেখানেই।
8/10
দেবীর পরণে বেনারসী বা ভারি সাজ নেই, প্রত্যেকেই সাধারণ তাঁতের শাড়ি পরেছেন। আর তার উপর রয়েছে চিকিৎসকদের পোশাক।
9/10
মণ্ডপ জুড়ে দেওয়া হয়েছে টিকাকরণের বার্তাও। করোনাবিধিও মানা হয়েছে মণ্ডপে। সরকারি নির্দেশ মেনে হয়েছে খোলা মণ্ডপ।
10/10
সব মিলিয়ে করোনা সতর্কতা ও করোনা থেকে মুক্তি পাওয়ার বার্তাই ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। ছবি ও তথ্য - তোর্ষা ভট্টাচার্য্য
Sponsored Links by Taboola