Vande Bharat Express: সাড়ে ৭ ঘণ্টায় সমতল থেকে পাহাড়, চাকা গড়াল বন্দে ভারতের
চাকা গড়াল বন্দে ভারতের। ভারতের রেলের ইতিহাসে সূচনা হল নতুন এক অধ্যায়ের। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আমদাবাদ থেকে ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মোদিকে ধন্যবাদ জানিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নড়লেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী পতাকা নাড়লেন উদ্বোধনী মঞ্চের নিচে দাঁড়িয়ে।
শুক্রবার সকাল ১১টা ৪১। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের। ভারতীয় রেলের ইতিহাসে সূচনা হল নতুন এক অধ্যায়ের।
ট্রেনটির উদ্বোধন করতে কলকাতায় আসার কথা ছিল, প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে সারা হয়ে গিয়েছিল প্রস্তুতি। কিন্তু এদিনই ভোরে প্রয়াত হন মোদির মা হীরাবেন। সেই কারণে বদলে যায় প্রধানমন্ত্রী সব কর্মসূচি। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আমদাবাদ থেকে তিনি অনুষ্ঠানে উপস্থিত হন ভার্চুয়াল মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সব বহু বিশিষ্ট ব্যক্তি। ছিলেন বিজেপির নেতা-নেত্রী ও মন্ত্রীরা।
এদিন উদ্বোধন হলেও ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে সপ্তাহে ৬ দিন। সময় লাগবে ৮ ঘণ্টারও কম।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ৫৪৩টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৮০৩ টাকা। হাওড়া থেকে মালদা গেলে চেয়ার কারের ভাড়া ৯২৯ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ৭৫৩ টাকা। হাওড়া থেকে বোলপুর এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ১৫০ টাকা।
যাত্রা শুরুর পর শুধুমাত্র এদিনের জন্য হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ডানকুনি, কামারকুনডু, বর্ধমান, খানা, বোলপুর, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, কিষাণগঞ্জ সহ ১৬টি স্টেশনে স্টপেজের ব্যবস্থা করা হয় বন্দে ভারত এক্সপ্রেসের। তবে ১ জানুয়ারি থেকে ট্রেনটি থামবে শুধুমাত্র বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে।
বন্দে ভারত এক্সপ্রেস দেশে প্রথম চালু হয় ২০১৯ সালে দিল্লি-বারাণসী রুটে। এখন, দিল্লি-কাটরা, গাঁধীনগর-মুম্বই, নয়াদিল্লি-হিমাচল প্রদেশ, চেন্নাই-মাইসোর ও বিলাসপুর-নাগপুর রুটে চলছে এই ট্রেন। শুক্রবার চালু হল দেশের সপ্তম এবং বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -