Vishwakarma Puja 2023 : বিশ্বকর্মা পুজোর আগেই দুর্গাপুজোর ব্যানার উদ্বোধনে বাস্তবের বিশ্বকর্মাদের সম্মান ! উদ্যোগে সমাজসেবী সংঘ
ভাদ্র সংক্রান্তির দিনটি সাধারণত পড়ে ইংরেজির ১৭ সেপ্টেম্বর তারিখে। কিন্তু এবার ভাদ্র মাসের সংক্রান্তি ১৮ সেপ্টেম্বর।
দুর্গাপুজোর ব্যানার উদ্বোধনে বাস্তবের বিশ্বকর্মাদের সম্মান !
1/9
বিশ্বকর্মা পুজো মানেই যাঁরা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাঁদের দিন। তাই দক্ষিণ কলকাতার এক স্বনামধন্য পুজো কমিটি এবার বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে নিল এক অভিনব উদ্যোগ।
2/9
ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। ভাদ্র সংক্রান্তির দিনটি সাধারণত পড়ে ইংরেজির ১৭ সেপ্টেম্বর তারিখে। কিন্তু এবার ভাদ্র মাসের সংক্রান্তি ১৮ সেপ্টেম্বর। তারপরদিনই গণেশ চতুর্থী।
3/9
দক্ষিণ কলকাতার দুর্গা পুজো কমিটি সমাজসেবী সংঘ এবার তাদের ব্যানার উদ্বোধন করল সমাজের বিশ্বকর্মাদের হাত দিয়ে।
4/9
সমাজসেবী সংঘ এবার পুজোতেও সমাজসেবার সংকল্পটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্বকর্মা পুজোর আগের দিন হল পুজোর ব্যানার উদ্বোধন।
5/9
আর সেদিন পুজো কমিটি কুর্নিশ জানাল পুজোর সঙ্গে যুক্ত হাতেকলমে কাজ করা কর্মীদের।
6/9
দুর্গাপুজোয় শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন বহু মানুষ। মণ্ডপ সাজানো, প্রতিমা বহন, ফুলের সাজ, সব কাজের সঙ্গেই জুড়ে থাকেন অনেক মানুষ। তাঁদেরকেই কুর্নিশ জানাল পুজো কমিটি।
7/9
ভোগ রান্নাতে যাঁরা হাত লাগান, তাঁরাও ছিলেন এই অনুষ্ঠানে। এবার এই কর্মীদের মাধ্যমেই ব্যানার উন্মোচিত হল।
8/9
পুরোহিত সঞ্জয় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিদ্যুৎ কর্মী সন্দীপ পাল, সুজয় রাহা, খাদ্য সরবরাহকারী নোটন তালুকদার , মণ্ডপ সজ্জার শিল্পী কৃষাণু পাল, দীপ কুমার দেব , এমনকী পুজো মণ্ডপের সামনে যাঁরা ভুট্টা, হাওয়াই মিঠাই বিক্রি করেন , সেই তপন দাস ও গদাই সবাইকেই নিমন্ত্রণ করা হয় এদিন।
9/9
আগামী মাসেই দুর্গাপুজো। তাই এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে আয়োজন। তার আগে এভাবে সম্মানিত করায় কাজে আলাদা উৎসাহ পেয়েছেন তাঁরা।
Published at : 18 Sep 2023 02:14 PM (IST)