Vishwakarma Puja 2023 : বিশ্বকর্মা পুজোর আগেই দুর্গাপুজোর ব্যানার উদ্বোধনে বাস্তবের বিশ্বকর্মাদের সম্মান ! উদ্যোগে সমাজসেবী সংঘ
বিশ্বকর্মা পুজো মানেই যাঁরা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, তাঁদের দিন। তাই দক্ষিণ কলকাতার এক স্বনামধন্য পুজো কমিটি এবার বিশ্বকর্মা পুজোর প্রাক্কালে নিল এক অভিনব উদ্যোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাদ্র মাসের সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। ভাদ্র সংক্রান্তির দিনটি সাধারণত পড়ে ইংরেজির ১৭ সেপ্টেম্বর তারিখে। কিন্তু এবার ভাদ্র মাসের সংক্রান্তি ১৮ সেপ্টেম্বর। তারপরদিনই গণেশ চতুর্থী।
দক্ষিণ কলকাতার দুর্গা পুজো কমিটি সমাজসেবী সংঘ এবার তাদের ব্যানার উদ্বোধন করল সমাজের বিশ্বকর্মাদের হাত দিয়ে।
সমাজসেবী সংঘ এবার পুজোতেও সমাজসেবার সংকল্পটিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। বিশ্বকর্মা পুজোর আগের দিন হল পুজোর ব্যানার উদ্বোধন।
আর সেদিন পুজো কমিটি কুর্নিশ জানাল পুজোর সঙ্গে যুক্ত হাতেকলমে কাজ করা কর্মীদের।
দুর্গাপুজোয় শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন বহু মানুষ। মণ্ডপ সাজানো, প্রতিমা বহন, ফুলের সাজ, সব কাজের সঙ্গেই জুড়ে থাকেন অনেক মানুষ। তাঁদেরকেই কুর্নিশ জানাল পুজো কমিটি।
ভোগ রান্নাতে যাঁরা হাত লাগান, তাঁরাও ছিলেন এই অনুষ্ঠানে। এবার এই কর্মীদের মাধ্যমেই ব্যানার উন্মোচিত হল।
পুরোহিত সঞ্জয় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিদ্যুৎ কর্মী সন্দীপ পাল, সুজয় রাহা, খাদ্য সরবরাহকারী নোটন তালুকদার , মণ্ডপ সজ্জার শিল্পী কৃষাণু পাল, দীপ কুমার দেব , এমনকী পুজো মণ্ডপের সামনে যাঁরা ভুট্টা, হাওয়াই মিঠাই বিক্রি করেন , সেই তপন দাস ও গদাই সবাইকেই নিমন্ত্রণ করা হয় এদিন।
আগামী মাসেই দুর্গাপুজো। তাই এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে আয়োজন। তার আগে এভাবে সম্মানিত করায় কাজে আলাদা উৎসাহ পেয়েছেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -