Viswakarma Puja : একদিন মোবাইল থেকে দূরে থাকুন তো ! ঘুড়ি বিলি করে বিশ্বকর্মা পুজোর আবহে বার্তা মেডিক্যাল ব্যাঙ্কের

Viswakarma Puja : একদিন মোবাইল থেকে দূরে থাকুন তো ! ঘুড়ি বিলি করে বিশ্বকর্মা পুজোর আবহে বার্তা মেডিক্যাল ব্যাঙ্কের

1/10
মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই কেটে যায় দিন-রাত। আজকাল এই নেশা আট থেকে আশি সকলের। এর থেকে পারিপার্শ্বকের সঙ্গে কমছে যোগাযোগ, বাড়ছে অবসাদ ! এই ভাবনা থেকে No Mo প্রোজেক্টে হাত দিল মেডিক্যাল ব্যাঙ্ক।
2/10
বিশ্বকর্মা পুজোর আগের দিন ১০০০ টি ঘুড়িতে নিজেদের বার্তা লিখে বিলিয়ে দেওয়া হল পথ চলতি মানুষের মধ্যে।
3/10
কলকাতায় শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে চলল ক্যাম্পেন। রঙ-বেরঙের ঘুড়ি দেখে ভিড় জমালেন অনেকেই।
4/10
রক্তদান আন্দোলনের অন্যতম শরিক এই মেডিক্যাল ব্যাঙ্ক। সংস্থার সম্পাদক ডি আশিস জানালেন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে জড়িয়ে ঘুড়ি ওড়ানোর ট্র্যাডিশন। তাই ঘুড়ির মাধ্যমেই সকলের কাছে বার্তা দিতে চান তাঁরা।
5/10
ছোট-বড় সকলেই ঘুড়ি পেয়ে। সঙ্গে সঙ্গে তাঁদের বুঝিয়ে দেওয়া হল, কীভাবে কাজের বাইরেও মোবাইলে ডুবে থাকা বিপদ ডেকে আনতে পারে।
6/10
বড় থেকে ছোট সকলেই মানছেন বটে মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর বিষয়টি, জানালেন ডি আশিস।
7/10
একদিন খুব জরুরি প্রয়োজন ছাড়া মোবাইলটা একটু দূরেই থাক না, আসুন না ভার্চুয়াল ছেড়ে বাস্তবের মানুষগুলোর সঙ্গে কথা বলি, এই ডাকে সাড়া মিলবে আশা মেডিক্যাল ব্যাঙ্কের।
8/10
শুক্রবার আকাশেও উড়ল No Mo লেখা ঘুড়ি।
9/10
কচিকাঁচারাও কথা দিল, একটা দিন মোবাইল গেম থেকে দূরে থেকে বাবা-মাকে চমকে দেবে !!
10/10
রঙ-বেরঙের ঘুড়ি হাতে খুদেরা।
Sponsored Links by Taboola