Viswakarma Puja : একদিন মোবাইল থেকে দূরে থাকুন তো ! ঘুড়ি বিলি করে বিশ্বকর্মা পুজোর আবহে বার্তা মেডিক্যাল ব্যাঙ্কের
মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই কেটে যায় দিন-রাত। আজকাল এই নেশা আট থেকে আশি সকলের। এর থেকে পারিপার্শ্বকের সঙ্গে কমছে যোগাযোগ, বাড়ছে অবসাদ ! এই ভাবনা থেকে No Mo প্রোজেক্টে হাত দিল মেডিক্যাল ব্যাঙ্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বকর্মা পুজোর আগের দিন ১০০০ টি ঘুড়িতে নিজেদের বার্তা লিখে বিলিয়ে দেওয়া হল পথ চলতি মানুষের মধ্যে।
কলকাতায় শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে চলল ক্যাম্পেন। রঙ-বেরঙের ঘুড়ি দেখে ভিড় জমালেন অনেকেই।
রক্তদান আন্দোলনের অন্যতম শরিক এই মেডিক্যাল ব্যাঙ্ক। সংস্থার সম্পাদক ডি আশিস জানালেন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে জড়িয়ে ঘুড়ি ওড়ানোর ট্র্যাডিশন। তাই ঘুড়ির মাধ্যমেই সকলের কাছে বার্তা দিতে চান তাঁরা।
ছোট-বড় সকলেই ঘুড়ি পেয়ে। সঙ্গে সঙ্গে তাঁদের বুঝিয়ে দেওয়া হল, কীভাবে কাজের বাইরেও মোবাইলে ডুবে থাকা বিপদ ডেকে আনতে পারে।
বড় থেকে ছোট সকলেই মানছেন বটে মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর বিষয়টি, জানালেন ডি আশিস।
একদিন খুব জরুরি প্রয়োজন ছাড়া মোবাইলটা একটু দূরেই থাক না, আসুন না ভার্চুয়াল ছেড়ে বাস্তবের মানুষগুলোর সঙ্গে কথা বলি, এই ডাকে সাড়া মিলবে আশা মেডিক্যাল ব্যাঙ্কের।
শুক্রবার আকাশেও উড়ল No Mo লেখা ঘুড়ি।
কচিকাঁচারাও কথা দিল, একটা দিন মোবাইল গেম থেকে দূরে থেকে বাবা-মাকে চমকে দেবে !!
রঙ-বেরঙের ঘুড়ি হাতে খুদেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -