WB By-Election Result: পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল, আসানসোলে রেকর্ড জয় তৃণমূলের
আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথমবার ফুটল ঘাসফুল। উপনির্বাচনে বিজেপির দু’বারের জেতা কেন্দ্র আসানসোলে, জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলের হয়ে লড়াই করে, আসানসোলে পুরনো দল বিজেপিকে, কার্যত চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা! তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল।
২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
ভোটের ফল প্রকাশের শত্রুঘ্ন সিনহা বলেন, এই জয়ের মুকুট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে। জয়ের কৃতিত্ব আসানসোলের জনতার।‘’
এই জয়ের জন্য আসানসোলের তৃণমূলের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রার্থী। আর এই জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে
একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম।
২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে, প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি।এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে।তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী।
এবার উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু সেই আসানসোল কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়েই নিল না, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -