WB By-Election Result: পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল, আসানসোলে রেকর্ড জয় তৃণমূলের

ছবি সৌজন্যে- পিটিআই

1/10
আসানসোল লোকসভা কেন্দ্রে প্রথমবার ফুটল ঘাসফুল। উপনির্বাচনে বিজেপির দু’বারের জেতা কেন্দ্র আসানসোলে, জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
2/10
তৃণমূলের হয়ে লড়াই করে, আসানসোলে পুরনো দল বিজেপিকে, কার্যত চুপ করিয়ে দিলেন শত্রুঘ্ন সিন্হা! তাঁর হাত ধরেই কয়লাখনি এলাকায় প্রথমবার পদ্ম সরিয়ে ফুটল ঘাসফুল।
3/10
২০২৪ সালের লোকসভা ভোটের দু’বছর আগে কখনও না জেতা আসানসোলে জিতল তৃণমূল। ৩ লক্ষেরও বেশি মার্জিনে আসানসোল থেকে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
4/10
ভোটের ফল প্রকাশের শত্রুঘ্ন সিনহা বলেন, "এই জয়ের মুকুট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতেই থাকবে। জয়ের কৃতিত্ব আসানসোলের জনতার।‘’
5/10
এই জয়ের জন্য আসানসোলের তৃণমূলের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রার্থী। আর এই জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে
6/10
একমাত্র ১৯৬৭ সাল বাদ দিলে, ১৯৫৭ থেকে শুরু করে ২০০৯ অবধি, আসানসোল লোকসভা কেন্দ্রে জিতেছে হয় কংগ্রেস নয়, সিপিএম।
7/10
২০১৪ সালে দেশজুড়ে মোদি-ঝড়ের আবহে, প্রথমবার এই কেন্দ্রে ৭০ হাজার ৪৮০ ভোটে জেতেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
8/10
২০২১ সালের বিধানসভা ভোটে এই ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টায় তৃণমূল জেতে। ২টো কেন্দ্রে জেতে বিজেপি।এরপর পুরভোটে ১০৬ ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল একাই ৯১টি আসনে জেতে।
9/10
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেও লাভ হয়নি বিজেপির। তিনি দ্বিতীয় স্থানে।তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থ স্থানে কংগ্রেস প্রার্থী।
10/10
এবার উপনির্বাচনে তৃণমূল প্রথমবার শুধু সেই আসানসোল কেন্দ্র বিজেপির থেকে ছিনিয়েই নিল না, বিজেপির জয়ের মার্জিনের রেকর্ডও ভেঙে দিল।
Sponsored Links by Taboola