WB By Poll 2022: আগামীকাল দুই কেন্দ্রে উপনির্বাচন, তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি
শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি
1/10
একদিকে কয়লাখনি। অন্যদিকে, ছোট-বড় বিভিন্ন কলকারখানা। শিল্পাঞ্চল বলে পরিচিত আসানসোলে রাত পোহালেই লোকসভা উপনির্বাচন। তারই প্রস্তুতিতে শেষ মুহূর্তের ব্যস্ততা।
2/10
DCRC থেকে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা।
3/10
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী।
4/10
৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।
5/10
ভোটের প্রহর গুনছে বালিগঞ্জ। রাত পোহালেই হাইভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। প্রায় আড়াই লক্ষ ভোটার ভোট দেবেন মঙ্গলবার।
6/10
নির্বাচন কমিশন সূত্রে খবর, এখানকার ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর।
7/10
১০০ শতাংশ বুথেই CCTV নজরদারি থাকবে।
8/10
ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
9/10
প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী।
10/10
প্রতি বুথে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ২০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।
Published at : 11 Apr 2022 10:01 PM (IST)