WB Covid 19: পুজোর মুখে ফের লাফিয়ে বাড়ল সংক্রমণ রাজ্যে

WB Covid 19 Bulletin Updates: ফের বাড়ল কোভিড পজিটিভ কেস। গত কয়েক দিন আগেও সংক্রমণের সংখ্যাটা ছিল দেড়শোর নিচে। দেখুন কোথায় দাঁড়িয়ে রাজ্যের কোভিড গ্রাফ ?

পুজোর মুখে ফের বাড়ল সংক্রমণ রাজ্যে

1/10
ফের বাড়ল কোভিড পজিটিভ কেস। গত কয়েক দিন আগেও সংক্রমণের সংখ্যাটা ছিল দেড়শোর নিচে। কিন্তু ফের উদ্বেগ বাড়িয়ে কোভিড কেস তিনশো ছুঁইছুঁই।
2/10
রাজ্যে কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায়  কোভিড আক্রান্তের সংখ্যা ফের বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ২৭৫ জন ।
3/10
রাজ্যে কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৭২ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ২৮০ জন। গত ২৪ ঘন্টায় এবারেও কোভিডে মৃত্যু হয়েছে ১ জনের।
4/10
গত ৪৮ ঘন্টায় হোম আইসোলেশন ছিল ২ হাজার ০,২৩ জন।গত ২৪ ঘন্টায় হোম আইসোলেশন ২,১১২।
5/10
রাজ্যে ফের বাড়ল পজিটিভিটি রেট। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায়  পজিটিভিটি রেট বেড়ে ৩.৭১ শতাংশ।
6/10
সামনে পুজো। মাত্র আর কয়েকটা দিন বাকি। আর তার আগে কেনাকানি করতেও যথেষ্ট ভিড় হচ্ছে বাজারঘাটে। এসি মলগুলিতেও বেশ ভিড়। কোভিড পরিস্থিতিতে তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত।
7/10
রাজ্যে কোভিডের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের ঢেউ অবধি সবচেয়ে ভয়াবহ ছিল দ্বিতীয় বর্ষ।ফুসফুসে সংক্রমণ হয়ে সবথেকে বেশি ভয়াবহতা দেখা দিয়েছিল দ্বিতীয় বর্ষে।
8/10
কোভিড ভ্যাকসিন নিয়ে উৎকণ্ঠা থেকে শুরু করে হুড়োহুড়ি সবই ছিল দ্বিতীয় বর্ষে। রাজ্যে কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কোভিড ভ্যাকসিনেশন হয়েছে ৬৪ হাজার ৫২৭
9/10
রাজ্যে কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ফের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। কোভিডের দ্বিতীয় বর্ষে, হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ যেমন অনেকে পাননি। তেমনই অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে বাড়িও ফিরতে পারেননি দ্বিতীয় বর্ষে।
10/10
সব মিলিয়ে পুজোর মুখে কোনওভাবে কোভিড গ্রাফে লাগাম নেই। তাই কোভিড বিধি যতটা মেনে চলা যায়, ততটাই মঙ্গল। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব মেনে চলা উচিত।
Sponsored Links by Taboola