WB Covid 19: রাজ্যে কোভিড নিয়ে সতর্ক বিমানবন্দর, সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ প্রশাসনের ?
কোভিড সংক্রমণ নিয়ে ইতিমধ্য়েই সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর। শহরের বিমানবন্দরে কোভিড বিধি নিয়ে আরও কড়াকড়ি হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কোভিড বর্ষগুলিতেও এর আগে গোটা দেশের বিমানবন্দরগুলিতে আরটি পিসিআর বাধ্যতামূলক করা হয়েছিল।
গত কয়েকবছরের নিরিখে বছর শেষ এবং বছর শুরুর এই সময়টাতেই আচমকাই হুহু করে বেড়েছে কোভিড পজিটিভের সংখ্যা।
একসপ্তাহের মধ্যে লাফিয়ে লাফিয়ে হাজারের পথেও যেতে দেখা গিয়েছে। যদিও এই অভিজ্ঞতা রয়েছে দেশের। তাই কোভিডের এই ভ্যারিয়েন্ট নিয়ে বেশ চিন্তায় স্বাস্থ্য দফতর।
সবথেকে বড় কথা বুস্টার ডোজ কতজন এখনও পাননি ? প্রশ্নটা রয়েই গিয়েছে। এদিকে বড়দিনে অর্থাৎ গত ২৪ ঘন্টায়, ২৫ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কোভিড ফের বেড়ে পজিটিভ ৯ জন
২৫ ডিসেম্বরের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হলেন ৯ জন। তবে এইমুহূর্তে কোভিডে মৃত্যু শূন্য রয়েছে বাংলা। শেষ পাওয়া বুলেটিনের তথ্য অনুযায়ী, হোম আইসোলেশনে রয়েছেন ৪৭ জন।
উৎসবের মরসুমে এখনও হাসপাতালে চিকাৎসাধীন ৬ জন। জানা গিয়েছে, গোটা রাজ্যে মোট কোভিড টেস্ট করেছেন ৪ হাজার ৬৩৮ জন।
কোভিড ভ্যাকসিন নিয়েছেন, ৩২৭৭ জন। তবে আগের থেকে কোভিড পজিটিভিটির হার আগের থেকে বেড়েছে। এই মুহূর্তে হার বেড়ে ০.১৩ শতাংশ থেকে ০.২১ শতাংশ।
কোভিড নিয়ে উদ্বেগের মধ্যেই সমস্ত রাজ্যের কাছে কোভিড প্রস্তুতি সংক্রান্ত তথ্য চাইল কেন্দ্র। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 এর মোকাবিলায় দেশের হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা জানতে আগামীকাল, অনলাইনে সব তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে।
কোভিড হাসপাতালগুলির ব্য়বস্থা খতিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, জেলার কোভিড সংক্রান্ত সব তথ্য পাঠাবেন সংশ্লিষ্ট জেলাশাসক।
কেন্দ্রের পাঠানো অ্যাডভাইসরিতে মূলত হাসপাতালগুলির পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে জানাতে বলা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -