WB Covid 19: বড়দিনের আগে রাজ্যে করোনার থাবা, একসপ্তাহে শূন্য থেকে লাফিয়ে ৯
রাজ্যে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে কোভিড পজিটিভ ৯ জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংখ্যা দুই অঙ্কের নিচে হলেও ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকেও। কারণ যেভাবে হুড়হুড়িয়ে বাড়ছে সংক্রমণ একাধিক দেশে, তাই সতর্ক রাজ্য প্রশাসন।
রাজ্যে গত ২৪ ঘন্টায়, কোভিড পজিটিভিটির হার ০.২১ শতাংশ। যেটা গত ৪৮ ঘন্টায় ছিল ০.০২ শতাংশ।
রাজ্যে গত ২৪ ঘন্টায়, হোম আইসোলেশনে গিয়েছে ৩০ জন, যেখানে গত ৪৮ ঘন্টায় সংখ্যাটা ছিল ২৪ জন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য বলছে গত ১৮ ডিসেম্বর কোভিড শূন্য হয়েছিল সারা বাংলা। সেসময় হাসপাতালে ছিল মাত্র ২ জন।
গত ১৮ ডিসেম্বরের তুলনায় গত ২৪ ঘন্টায় বদলাল সেই গ্রাফ। কমেছে আরোগ্যের সংখ্যাও।
রাজ্যে গত ২৪ ঘন্টায় কমেছে আরোগ্যের সংখ্যাও, এই মুহূর্তে কোভিড মুক্ত হয়েছেন ৩ জন।
আতঙ্ক ধরাচ্ছে করোনার জিনগত ভ্যারিয়েন্ট। কারণ তার উপরেই নির্ভর করবে সব। ইতিমধ্যেই বৈঠক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
ওমিক্রনের দাপটে কার্যত কেঁপেছিল গোটা বিশ্ব। ফের কোভিড নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পিছনেও রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট।
চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্য়ারিয়েন্ট নাকি ইতিমধ্যেই ভারতে পাওয়া গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -