WB Covid 19: বড়দিনের আগে রাজ্যে করোনার থাবা, একসপ্তাহে শূন্য থেকে লাফিয়ে ৯

WB Covid 19 Updates: : বড়দিনের আগে যখন মানুষ রাঙিয়ে উঠেছে, তখনই সাবধান বার্তা এল সারা দেশে। সতর্ক কেন্দ্র- রাজ্যও। কী বলছে রাজ্যের কোভিড গ্রাফ ?

ড়দিনের আগে রাজ্যে করোনার থাবা, একসপ্তাহের মধ্যে শূন্য থেকে লাফিয়ে ৯

1/10
রাজ্যে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য অনুযায়ী, জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে কোভিড পজিটিভ ৯ জন।
2/10
সংখ্যা দুই অঙ্কের নিচে হলেও ভাবাচ্ছে স্বাস্থ্য দফতরকেও। কারণ যেভাবে হুড়হুড়িয়ে বাড়ছে সংক্রমণ একাধিক দেশে, তাই সতর্ক রাজ্য প্রশাসন।
3/10
রাজ্যে গত ২৪ ঘন্টায়, কোভিড পজিটিভিটির হার ০.২১ শতাংশ। যেটা গত ৪৮ ঘন্টায় ছিল ০.০২ শতাংশ।
4/10
রাজ্যে গত ২৪ ঘন্টায়, হোম আইসোলেশনে গিয়েছে ৩০ জন, যেখানে গত ৪৮ ঘন্টায় সংখ্যাটা ছিল ২৪ জন।
5/10
স্বাস্থ্য দফতরের বুলেটিনের তথ্য বলছে গত ১৮ ডিসেম্বর কোভিড শূন্য হয়েছিল সারা বাংলা। সেসময় হাসপাতালে ছিল মাত্র ২ জন। 
6/10
গত ১৮ ডিসেম্বরের তুলনায় গত ২৪ ঘন্টায় বদলাল সেই গ্রাফ। কমেছে আরোগ্যের সংখ্যাও।
7/10
রাজ্যে গত ২৪ ঘন্টায় কমেছে আরোগ্যের সংখ্যাও, এই মুহূর্তে কোভিড মুক্ত হয়েছেন ৩ জন।
8/10
আতঙ্ক ধরাচ্ছে করোনার জিনগত ভ্যারিয়েন্ট। কারণ তার উপরেই নির্ভর করবে সব। ইতিমধ্যেই বৈঠক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
9/10
ওমিক্রনের দাপটে কার্যত কেঁপেছিল গোটা বিশ্ব। ফের কোভিড নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পিছনেও রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট।
10/10
চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্য়ারিয়েন্ট নাকি ইতিমধ্যেই ভারতে পাওয়া গিয়েছে।
Sponsored Links by Taboola