WB Flood Situation: টানা বৃষ্টির জের; দক্ষিণের জেলাগুলিতে জলযন্ত্রণা, ব্যাহত জনজীবন
Weather Update: জল থইথই রাস্তা। জলের তলায় কৃষিজমি। একনগাড়ে বৃষ্টি আর সেই সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। কৃষিজমি জলের তলায় থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা।
ফাইল ছবি
1/9
টানা বৃষ্টিতে এখনও জলমগ্ন ঘাটাল। পুর এলাকার তেরোটি ওয়ার্ড জলমগ্ন। পাঁচটি পঞ্চায়েত এলাকাও জলের তলায়। যাতায়াতে ভরসা ডিঙ্গি নৌকা।
2/9
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চল। গত দুদিনে বাঁকুড়া জেলায় মোট ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দ্বারকেশ্বর-সহ জলস্তর বাড়ছে শালী নদী, গন্ধেশ্বরী, শিলাবতী নদীতে। পাত্রসায়রে নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তার ওপর দিয়ে বইছে নদীর জল।
3/9
শালী নদীর জলস্তর বেড়ে রাস্তায় উঠে আসায়, যাতায়াত বন্ধ। পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে।
4/9
নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে পৌঁছতে পারছে না চাঁপাবনি গ্রামের ছাত্র-ছাত্রীরা। কয়েকশো বিঘা ধান জমি জলের তলায়। বিপুল ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।
5/9
জলমগ্ন ঘাটালে কার্যত বন্ধ পঠন-পাঠন। সকুলে আসতে পারছে না ছাত্ররা। পিছিয়ে গেল কয়েকটি স্কুলের পরীক্ষা।
6/9
হুগলির আরামবাগে অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে কার্যত বন্য়া পরিস্থিতি। গতকালের তুলনায় আরও খারাপ হয়েছে পরিস্থিতি। জলের তলায় আরামবাগ-কলকাতা রাজ্য় সড়ক।
7/9
৪টি পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম। বহু কাঁচা ও পাকাবাড়ির একতলা জলমগ্ন। আরামবাগের মায়াপুর এলাকায় বেশকিছু দোকানে জল ঢুকে পড়ায় ব্যবসায়ীরা জিনিসপত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন।
8/9
নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হরিপাল ব্লকের বিস্তীর্ণ এলাকা। হরিপাল ব্লকের সহদেব, দ্বারহাটা, কৈকালা গ্ৰাম পঞ্চায়েতের চাষের জমি জলের তলায় চলে গিয়েছে।
9/9
আমন ধানের মরশুমে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। স্কুল, কলেজ, বাজার, কোথাও যেতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
Published at : 01 Aug 2025 03:38 PM (IST)