Monsoon Forecast: আগামীকাল থেকে ফের চড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গের পাঁচ জেলায় চলবে বৃষ্টি

WB Weather Update: পশ্চিমে সরছে নিম্নচাপ। এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও দু’-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।

ছবি সৌজন্যে-পিটিআই

1/9
ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। কিছুটা দুর্বল হয়ে অবস্থান করছে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর।
2/9
অতি গভীর নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
3/9
উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল।
4/9
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।
5/9
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। আর গতকাল রাতভর বৃষ্টিতে জল-যন্ত্রণা জেলায় জেলায়।
6/9
মঙ্গলের রাতভর বৃষ্টির পর বুধবার দিনভর মুখ ভার আকাশের। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
7/9
শহরের বিভিন্ন অংশে জমেছে জল। শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে নেমেছে ধস। জেলায় জেলায় জল-যন্ত্রণায় ফের আতঙ্ক।
8/9
জোড়া ফলায় সকাল থেকে সুন্দরবন এলাকায় বৃষ্টির দাপট বেড়েছিল। উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল সমুদ্র।
9/9
দিঘায় সমুদ্র উত্তাল থাকায় গার্ডওয়াল টপকে রাস্তায় জল চলে আসছে। সতর্কতা হিসেবে উপকূলে বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে।
Sponsored Links by Taboola