Monsoon Forecast: আগামীকাল থেকে ফের চড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গের পাঁচ জেলায় চলবে বৃষ্টি
ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। কিছুটা দুর্বল হয়ে অবস্থান করছে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅতি গভীর নিম্নচাপের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
উপকূল এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি, বিভিন্ন জেলাতেও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। আর গতকাল রাতভর বৃষ্টিতে জল-যন্ত্রণা জেলায় জেলায়।
মঙ্গলের রাতভর বৃষ্টির পর বুধবার দিনভর মুখ ভার আকাশের। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।
শহরের বিভিন্ন অংশে জমেছে জল। শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে নেমেছে ধস। জেলায় জেলায় জল-যন্ত্রণায় ফের আতঙ্ক।
জোড়া ফলায় সকাল থেকে সুন্দরবন এলাকায় বৃষ্টির দাপট বেড়েছিল। উপকূল এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। উত্তাল সমুদ্র।
দিঘায় সমুদ্র উত্তাল থাকায় গার্ডওয়াল টপকে রাস্তায় জল চলে আসছে। সতর্কতা হিসেবে উপকূলে বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -