WB Monsoon Update: বঙ্গজুড়ে দুর্যোগের পূর্বাভাস, ভারী বৃষ্টির সতর্কতা জারি
রবিবার সকাল থেকেই মুখভার আকাশের। মাঝেমধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। সপ্তাহান্তে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকই পরিস্থিতি উত্তরবঙ্গেও। তিন জেলায় জারি কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি।
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার, দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে সহ দক্ষিণের অন্যান্য জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্র বিদ্য়ুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বুধবার নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা করা হয়েছে দুদিনই।
আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি দুই দিনাজপুরে।
মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে এবং মালদায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে গতকাল রাতে ফের কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঊনত্রিশ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ রয়েছে যান চলাচল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -