WB Muncipal Poll 2022: মুর্শিদাবাদ সিরাজের জায়গা, একটু গণ্ডগোল না হলে ভাল লাগে? কটাক্ষ অনুব্রত মণ্ডলের
১০৮টি পুরসভার ভোটে দিনভর উত্তেজনা-ধুন্ধুমার কাণ্ড। বুথে বহিরাগতদের তাণ্ডব, বিরোধীদের মারধর, সাংবাদিকদের আক্রমণ, ছাপ্পা ভোট, এমনকী গুলি চালানোর অভিযোগও উঠল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অবশ্য ভোটে হিংসার অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, দু-একটা ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
সাংবাদিক বৈঠকে অনুব্রত দাবি করেন, ‘ভোট মানেই তো একটা উৎসব। মুড়ি, আলুরদম, বোঁদে। খুব ভাল ভোট হয়েছে। চ্যালেঞ্জ করে বলেছিলাম, পুরসভার ভোটে কোনও ঝামেলা হবে না। একেবারে শান্তিপূর্ণ ভোট হয়েছে।’
সাংবাদিক বৈঠকে অনুব্রত আরও বলেন, ‘ভোট শেষ হল, এবার খেলবে। পাঁচটার আগে খেলা উচিত নয়। পাঁচটা বেজে গেছে, এবার হয়তো খেলা শুরু করবে।’
অনুব্রতর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট। আমার মনে হয়, উন্নয়ন শেষ হয়ে গেছে। নতুন করে আর কোনও উন্নয়ন করার নেই। এবার মানুষ যা বলবে, পুরসভার চেয়ারম্যানরা সেটা করে দেবে।’
ভোটে হিংসার অভিযোগ খারিজ করে অনুব্রত বলেন, ‘সামান্য কি একটা হয়েছে, ধরলে চলবে। ১০৮টি পুরসভায় দু-একটা ঘটনা দেখলে হবে না। কার দোষ, কে দোষী নয়, না দেখে বলা উচিত নয়। হঠাৎ কাউকে দোষী বলে দেওয়া উচিত নয়।’
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আরও বলেন, ‘আমি তো দেখলাম ভাটপাড়া আর কামারহাটি ছাড়া কোথাও গোলমাল হয়নি। সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।’
মুর্শিদাবাদের ধুলিয়ানে গণ্ডগোল প্রসঙ্গে অনুব্রতর কটাক্ষ, ‘মুর্শিদাবাদে একটু না হলে ভাল লাগবে! জায়গাটার নাম মুর্শিদাবাদ। সিরাজের জায়গা। ওখানে বরাবরই একটা যুদ্ধ-যুদ্ধ ব্যাপার। এখন যেমন যুদ্ধ চলছে, রাশিয়া বনাম ইউক্রেন। মুর্শিদাবাদেও তেমনই তরবারি নিয়ে ব্যাপার ছিল সিরাজের।’
পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বুথ দখলের অভিযোগ করেছেন সাংসদ শিশির অধিকারী। তাঁকে কটাক্ষ করে অনুব্রত বলেছেন, ‘কাঁথিতে শিশিরবাবু বলছেন? বয়সটা কত দেখুন? বয়সে মানুষ অনেক সময় ভুল বলে। শিশিরবাবুর বয়স হয়ে গেছে।’
বিরোধীদের কটাক্ষ করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি আরও বলেছেন, ‘সুন্দরভাবে ঘুমিয়ে যাওয়া উচিত। চান-টান করে ফ্যান চালিয়ে ঘুমিয়ে যাওয়া উচিত। আমরা কেন ঘুম পাড়াতে যাব? ওরা নিজেরাই ঘুমিয়ে পড়ুক। বাড়িতে লোকজন থাকলে মাথায় হাত বুলিয়ে দেবে।’
বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, গণতন্ত্র হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গ অনুব্রতর কটাক্ষ, ‘ও পাগলের মতো কথা বলছে। ও নিজেই গণতন্ত্র সম্বন্ধে কিছু জানে না। গণতন্ত্র হত্যা কেমন হল, সেটা তো ত্রিপুরায় দেখাল।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -