WB Municipal Election Result 2022 : ঝড়ের গতিতে এগোচ্ছে তৃণমূল, দিকে দিকে উড়ছে সবুজ আবির, শুরু উৎসব

ঝড়ের গতিতে এগচ্ছে তৃণমূল

1/10
ঝড়ের গতিতে এগচ্ছে তৃণমূল। ফলপ্রকাশের আগে তৃণমূলকর্মীদের উত্সব। দিকে দিকে উড়তে সবুজ আবির।
2/10
বিধাননগর থেকে চন্দননগর, শিলিগুড়ি থেকে আসানসোন, সব জায়গায় উড়ছে সবুজ আবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি-শার্ট পরে উৎসবে মাতছে কর্মী-সমর্থকরা।
3/10
চারে চারের পথে তৃণমূল। বিধাননগরে ভোট লুঠ, যা ভেবেছিলাম তেমন ফল হবে না, গণনা শুরুর আগেই মানলেন দিলীপ। সল্টলেকে একতরফা অগ্রগতি তৃণমূলের।
4/10
শিলিগুড়ি, থেকে আসানসোল, চন্দননগর--বাকি ৩ পুরসভাতেও বহু এগিয়ে তৃণমূল। ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় শুরু উৎসব।
5/10
শিলিগুড়িতে ৩০ টি এগিয়ে তৃণমূল। ২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ১ টিতে এগিয়ে কংগ্রেস।
6/10
আসানসোলে সবুজ ঝড়। স্ত্রী জিতলেও হতাশ জিতেন্দ্র তিওয়ারি ।
7/10
চারিদিকে উড়ছে সবুজ আবির, একে অপরকে মাখিয়ে দিচ্ছেন আবির।
8/10
দিকে দিকে ঘাসফুল পতাকা হাতে নিয়ে বেরিয়েছে মিছিল। মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের স্লোগান।
9/10
শিলিগুড়িতে বোর্ড দখলের পথে তৃণমূল। ৩ হাজারেরও বেশি ভোটে জয়ী গৌতম দেব। ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় শুরু উত্সব
10/10
আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হয়েছে ভোট গণনা। ভাগ্য নির্ধারণ হবে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর।
Sponsored Links by Taboola