WB Election 2022: পুরভোটে সন্ত্রাসের শিকার, লালবাজার অভিযান বিজেপির
বিজেপির লালবাজার অভিযান
1/9
পুরভোটে দিকে দিকে সন্ত্রাসের ছবি ধরা পড়েছে। বিরোধীদের আক্রান্ত হতে হয়েছে প্রতিনিয়ত। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছিল বিজেপি।
2/9
পুলিশই শাসক দলের হয়ে কাজ করছে। এই দাবি ছিল বিজেপির। তাই ভোটের দিনই লালবাজার অভিযান করেছিল রাজ্য বিজেপি।
3/9
বউবাজার মোড়ে সেই অভিযান আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মধ্য কলকাতার রাস্তায়।
4/9
পুলিশের সঙ্গে হাতহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের।
5/9
সজল ঘোষের নেতৃত্বে লালবাজার অভিযান করেছিল বিজেপি। বিশাল দল মিলে লালবাজারের দিকে এগােতে থাকে, কিন্তু রাস্তায় তাঁদের বাধা দেয় পুলিশ।
6/9
বিজেপির পতাকা হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছিল সেই মিছিল। পুলিশ পুলিশের কাজ করছে না বলে অভিযোগ তোলে তারা. মিছিলে ধ্বনি ওঠে, ‘এই তৃণমূল হায় হায়’।
7/9
মিছিল বউবাজারে পৌঁছতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে বিজেপি-র নেতা-কর্মীদের আটকে দেয় পুলিশ। লালবাজার অভিযানে আর এগনো যাবে না বলে জানানো হয়।
8/9
মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও দেখা যায় প্রতিবাদীদের হাতে। তাঁদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
9/9
সজল ঘোষ বলেন, ‘‘দেখলেন তো আপনারা! এরা মানুষ! গণতন্ত্র লুঠ হয়ে যাচ্ছে। সেখানে কিছু করতে পারছে না। আমাদের সামান্য প্রতিবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’’
Published at : 27 Feb 2022 09:29 PM (IST)