WB Election 2022: পুরভোটে সন্ত্রাসের শিকার, লালবাজার অভিযান বিজেপির
পুরভোটে দিকে দিকে সন্ত্রাসের ছবি ধরা পড়েছে। বিরোধীদের আক্রান্ত হতে হয়েছে প্রতিনিয়ত। তারই প্রতিবাদে রাস্তায় নেমেছিল বিজেপি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুলিশই শাসক দলের হয়ে কাজ করছে। এই দাবি ছিল বিজেপির। তাই ভোটের দিনই লালবাজার অভিযান করেছিল রাজ্য বিজেপি।
বউবাজার মোড়ে সেই অভিযান আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মধ্য কলকাতার রাস্তায়।
পুলিশের সঙ্গে হাতহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা। পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি নেতা কর্মীদের।
সজল ঘোষের নেতৃত্বে লালবাজার অভিযান করেছিল বিজেপি। বিশাল দল মিলে লালবাজারের দিকে এগােতে থাকে, কিন্তু রাস্তায় তাঁদের বাধা দেয় পুলিশ।
বিজেপির পতাকা হাতে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছিল সেই মিছিল। পুলিশ পুলিশের কাজ করছে না বলে অভিযোগ তোলে তারা. মিছিলে ধ্বনি ওঠে, ‘এই তৃণমূল হায় হায়’।
মিছিল বউবাজারে পৌঁছতে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে বিজেপি-র নেতা-কর্মীদের আটকে দেয় পুলিশ। লালবাজার অভিযানে আর এগনো যাবে না বলে জানানো হয়।
মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলও দেখা যায় প্রতিবাদীদের হাতে। তাঁদের পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
সজল ঘোষ বলেন, ‘‘দেখলেন তো আপনারা! এরা মানুষ! গণতন্ত্র লুঠ হয়ে যাচ্ছে। সেখানে কিছু করতে পারছে না। আমাদের সামান্য প্রতিবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে।’’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -