Weather Alert: নিম্নচাপের চোখরাঙানিতে ফের ভাসবে দক্ষিণবঙ্গ, কবে থেকে দুর্যোগ? আবহাওয়ার বড় আপডেট!
Weather Forecast: ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় আবহাওয়ায় বদল বুধবার থেকেই
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টির দাপট থাকবে
1/8
নতুন করে বঙ্গোপসাগের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে বুধবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
2/8
আগামীকাল থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি থাকবে বৃষ্টির দাপট থাকবে।
3/8
ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় আবহাওয়ায় বদল বুধবার থেকেই।
4/8
চলতি সপ্তাহে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। জারি কমলা, হলুদ সর্তকতাও।
5/8
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6/8
বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
7/8
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
8/8
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির জেরে নীচু এলাকাগুলিতে জল জমতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
Published at : 22 Jul 2025 12:04 PM (IST)