Weather Alert: প্রবল বৃষ্টি, বাড়বে ঝড়ের দাপট, ঘোর দুর্যোগের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় ভাসবে এই জেলাগুলি
শক্তি বাড়ছে নিম্নচাপের, দক্ষিণবঙ্গের ৭ জেলাতে প্রবল-ঝড়-বৃষ্টি
আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই
1/7
সকাল থেকে আকাশে কালো মেঘ। বেলা বাড়তেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কাজল কালো মেঘের ঘনঘটা। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এই কালো মেঘ দুর্যোগের। আর তার দোসর হবে দমকা হাওয়া।
2/7
এক সপ্তাহ দুই বঙ্গের জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুত, দমকা হাওয়ার সতর্কতা জারি। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, নদিয়ায় আগামী দিনে বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতাও।
3/7
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই।
4/7
আজ সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ আলকা মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া।
5/7
মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম, মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আগামী ২৮ মে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। অসম এবং হরিয়ানাতে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। পূর্ব-মধ্য আরব সাগর ও দক্ষিণ কঙ্কনে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে।
6/7
৩০ মে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, হুগলি, দুই মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদার বেশ কিছু অংশে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।
7/7
পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় নদিয়া জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে।
Published at : 26 May 2025 12:24 PM (IST)