Weather Forecast: শনি-রবিতে তুমুল বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল বিকেল থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
শনি ও রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওই পাঁচ জেলা হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি।
গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত। মধ্যপ্রদেশ রাজস্থান হয়ে গুজরাট পৌঁছেছে। সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে।
শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
শনিবার ও রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলির দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
আজ আংশিক মেঘলা আকাশ। দুপুর পর্যন্ত নিবিড় ভাবে কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ ও কাল কমবে বৃষ্টির পরিমাণ। কাল শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন। শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -