Weather Forecast: আজ কখন বৃষ্টি? আপনার জেলায় বৃষ্টি হবে? আগামীকাল কী পূর্বাভাস?
আসছে বৃষ্টি। বেশ কিছুদিন ধরে ক্রমাগত তাপপ্রবাহ বয়েছে গোটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে। অসহ্য গরমে কার্যত নাজেহাল হয়েছেন বাসিন্দারা। সকাল এবং রাত- সবসময়েই প্রবল গরম ছিল। প্রাণ ওষ্ঠাগত হয়েছিল বাসিন্দাদের। বৃষ্টির অপেক্ষায় রয়েছে গোটা বাংলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্বালাপোড়া গরমের থেকে মুক্তি মেলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ, রবিবার থেকেই হাওয়া-বদলের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
গত কয়েকদিনের তুলনায় ৫ মে, রবিবার অনেকটাই কম তাপমাত্রা। কলকাতার পারদও নিম্নমুখী। উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সোম ও মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহওয়া দফতর।
আজ, দক্ষিণের দু'একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা বৃষ্টি হবে। বৃষ্টিপাতের পরিমাণ ও এলাকার ব্যাপ্তিও বাড়বে। কলকাতাতেও বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেমে গেলে অস্বস্তি বাড়তে পারে।
৬,৭,৮ মে গোটা রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সতর্কীকরণ দিয়েছে আবহাওয়া দফতর।
বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ৬ মে দু'এক দফা ভারি বৃষ্টি। সব জেলায় বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় কালবৈশাখী হতে পারে। কালবৈশাখী আসার পূর্বাভাস ২-৩ ঘন্টা আগে জানানো হবে আবহাওয়া অফিস থেকে।
৬ এবং ৭ মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। গোটা রাজ্যে তাপপ্রবাহ শেষ হচ্ছে ৫ মে।
কলকাতা ৬,৭ এবং ৮ মে যথেষ্ট পরিমাণ বৃষ্টি পাবে। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি পাওয়ার সম্ভাবনা ৭ তারিখ। সঙ্গে ৬ এবং ৭ মে কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা।
৬ এবং ৭ মে রাজ্যের উপকূলে এলার্ট। সমুদ্র উত্তাল হবে। ঢেউয়ের উচ্চতা বাড়বে। মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা। ৬ মে কালবৈশাখীর আগাম সতর্কবার্তা মুর্শিদাবাদ, বীরভূমে। কালবৈশাখী পেতে পারে নদিয়া এবং দুই ২৪ পরগনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -