Weather: চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী, বাড়ছে গরম, আজও প্রবল তাপপ্রবাহ?
চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী। কলকাতায় তাপপ্রবাহের পূর্বাভাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্র ও শনিবার কলকাতা-সহ রাজ্যের ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
আজ থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের এই ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় লু বইবে। কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বাড়বে গরম।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে।
দিনের বেলায় স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি ওপরে থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। ৪০-৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ।
চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের পাশাপাশি থাকবে অস্বস্তি। অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টি চলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -