Rain Updates: বর্ষার মেঘ জমছে আকাশে, দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝেঁপে বৃষ্টির স্বস্তির পূর্বাভাস
খাতায় কলমে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। এই পরিস্থিতিতে অবশেষে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকেই মেঘলা আকাশ। আগামীকাল দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মালদা ও দুই দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে। ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৮৭ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -