Weather Today: বজ্রগর্ভ মেঘে ঢাকছে আকাশ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি জেলায় জেলায়
মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতি শনিবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সঙ্গে পুবালি হাওয়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে।
দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।
আজ বৃহস্পতিবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়াও কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।
৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
সোমবার বৃষ্টি সামান্য কমলেও ১৯ মার্চ মঙ্গলবার আবার বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টি হবে কলকাতাতেও। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া। সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -