বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া, সঙ্গে ঝরবে ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া দফতরের দুর্যোগ-সঙ্কেত

বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে।

আবহাওয়া দফতরের দুর্যোগ-সঙ্কেত

1/9
মঙ্গলের সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। মাঝে মাঝেই নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি বাড়ার ইঙ্গিত দিন আবহাওয়া দফতর।
2/9
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মধ্য বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে।
3/9
এই নিম্নচাপের প্রভাবে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
4/9
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির মধ্যেও একটু স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিঙে আজ থেকেই বৃষ্টি হতে পারে।
5/9
বুধবার দার্জিলিঙে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এমনই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
6/9
অন্য়দিকে, বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে।
7/9
মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
8/9
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে । বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে
9/9
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ।
Sponsored Links by Taboola