বইবে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া, সঙ্গে ঝরবে ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া দফতরের দুর্যোগ-সঙ্কেত
মঙ্গলের সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। মাঝে মাঝেই নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি বাড়ার ইঙ্গিত দিন আবহাওয়া দফতর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ মধ্য বঙ্গোপসাগর এলাকায় জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে।
এই নিম্নচাপের প্রভাবে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির মধ্যেও একটু স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া দফতর। দার্জিলিঙে আজ থেকেই বৃষ্টি হতে পারে।
বুধবার দার্জিলিঙে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এমনই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
অন্য়দিকে, বুধ ও বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে।
মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বেশ কিছু জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার থেকে । বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৯ থেকে ৯১ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -