Weather Update: ভোর থেকে ঘন কুয়াশায় মোড়া শহর ও শহরতলি, দৃশ্য়মানতা কমে যাওয়ায় একাধিক জায়গায় দুর্ঘটনা

ভোর থেকে ঘন কুয়াশায় মোড়া শহর ও শহরতলি, দৃশ্য়মানতা কমে যাওয়ায় একাধিক জায়গায় দুর্ঘটনা

ভোর থেকে ঘন কুয়াশায় মোড়া শহর ও শহরতলি

1/10
কুয়াশার চাদরে মোড়া কলকাতা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকেছে শহর ও শহরতলি। দৃশ্যমান্যতা কম থাকায় যানবাহনের গতি কম ছিল। ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। জেলাতেও কুয়াশার দাপট।
2/10
ভরা মাঘে উধাও শীত। ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সরস্বতী পুজোয় আরও বাড়বে উষ্ণতা, জানিয়েছে আবহাওয়া দফতর।
3/10
কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে কিন্তু মাঘ মাস পড়তে না পড়তেই উধাও হয়ে গেল ঠান্ডা! অকালেই উষ্ণ কলকাতা। লাফিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা।
4/10
সোমবারের থেকে একধাক্কায় ২ ডিগ্রি বেড়ে,মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
5/10
মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি কিন্তু কী কারণে এই অকাল উষ্ণতা? উত্তর-পশ্চিম ভারতে পর পর পশ্চিমী ঝঞ্ঝা। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
6/10
শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝায় থমকে গেছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে অর্থাৎ, প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোয় শীতের আমেজ পুরোপুরি উধাও হয়ে যাবে!
7/10
আবহাওয়া দফতর সূত্রে খবর,সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ও সর্বোচ্চ তামপাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সপ্তাহভর থাকবে শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট।
8/10
উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন একইরকম আবহাওয়া থাকবে। পরের ২-৩ দিন, তাপমত্রা ২-৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করার সময় দার্জিলিং কালিম্পঙের পার্বত্য় এলাকা ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9/10
অন্য়দিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশে বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে মঙ্গল ও বুধবার তুষারপাত ও বৃষ্টি হতে পারে।
10/10
ঘন কুয়াশার মধ্যেই, কলকাতায় দুর্ঘটনা। সাউথ ট্য়াংরা রোডে উল্টে গেল সবজি বোঝাই ট্রাক। ট্রাকে চালক সহ ৩ জন ছিলেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষার ব্য়বস্থা করে। ট্রাকের খালাসি জানিয়েছেন, বারাসাত যাচ্ছিল ট্রাকটি। কুয়াশার মধ্যে, টার্ন নিতে গিয়ে দুর্ঘটনা ঘটে।
Sponsored Links by Taboola