Weather Update : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, ল্যান্ডফল কখন ? কী প্রভাব পড়বে বাংলায় ?
ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব দিকে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এটি ভুবনেশ্বরের ও পারাদ্বীপ উপকূলের কাছাকাছি এসে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মিধিলির নাম দিয়েছে মলদ্বীপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপর উপকূল বরাবর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের পথে এগোবে ঘূর্ণিঝড় মিধিলি। শনিবার খুব সকালের দিকে এটি বাংলাদেশের খেপুপারা ও মংলার মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে।
ঘূর্ণিঝড় মিধিলি স্থলভাগে প্রবেশ করার সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার।
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ ও কাল পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূল এলাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবের আশঙ্কায় ১৮ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
আজ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে।
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে।
শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। বাড়ল রাতের তাপমাত্রা, মেঘলা আকাশে কমল দিনের তাপমাত্রা। আজ কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -