Weather Update : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি, ল্যান্ডফল কখন ? কী প্রভাব পড়বে বাংলায় ?

Cyclone Midhili Update : বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ আজ সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম হবে মিধিলি (Cyclone Midhili)। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা বিভিন্ন জেলায়। বইবে ঝোড়ো হাওয়া।

Weather Update

1/10
ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব দিকে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এটি ভুবনেশ্বরের ও পারাদ্বীপ উপকূলের কাছাকাছি এসে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় মিধিলির নাম দিয়েছে মলদ্বীপ।
2/10
এরপর উপকূল বরাবর উত্তর ও উত্তর-পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের পথে এগোবে ঘূর্ণিঝড় মিধিলি। শনিবার খুব সকালের দিকে এটি বাংলাদেশের খেপুপারা ও মংলার মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে।
3/10
ঘূর্ণিঝড় মিধিলি স্থলভাগে প্রবেশ করার সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার।
4/10
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে আজ ও কাল পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূল এলাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
5/10
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবের আশঙ্কায় ১৮ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।
6/10
আজ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে।
7/10
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে।
8/10
শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
9/10
কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ। বাড়ল রাতের তাপমাত্রা, মেঘলা আকাশে কমল দিনের তাপমাত্রা। আজ কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
10/10
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
Sponsored Links by Taboola