Weather Alert : তৈরি নিম্নচাপ, শুরু তেড়ে বৃষ্টি, মেঘের গর্জন, উথাল-পাথাল হাওয়া, কোন কোন জেলায় বড় সতর্কতা?
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।
তৈরি নিম্নচাপ, শুরু তেড়ে বৃষ্টি, মেঘের গর্জন, উথাল-পাথাল হাওয়া
1/8
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি।
2/8
আগামী সোমবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ শক্তি বাড়ালে মঙ্গল-বুধ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
3/8
আজ, শুক্রবার, মূলত মেঘলা আকাশই থাকবে দিনভর। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়েই। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।
4/8
আজ অতি ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম , হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
5/8
কলকাতা জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।
6/8
শনিবার ও রবিবার বৃষ্টির প্রভাব কিছুটা কমবে। সপ্তাহান্তে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান , বীরভূম জেলাতে।
7/8
জেলায় জেলায় বজ্রবিদ্য়ুৎসহ বৃষ্টি চলছে গতকাল থেকেই। বৃহস্পতিবার একদিনে রাজ্য়ে বাজ পড়ে মৃত্য়ু হয়েছে ১৮ জনের। বাঁকুড়া জেলায় বাজ পড়ে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, সেখানে মারা গিয়েছেন ৯ জন।
8/8
বৃহস্পতিবার বজ্রপাতে পূর্ব বর্ধমানে প্রাণ হারিয়েছেন ৫ জন, পশ্চিম মেদিনীপুরে মৃতের সংখ্যা ২। পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
Published at : 25 Jul 2025 10:41 AM (IST)