Weather Update: ঘূর্ণিঝড়ের জেরে নিম্নচাপের বৃষ্টি শুরু বঙ্গে? কতদিন চলবে এই দুর্যোগ?

পুজোর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে

দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার পরিবর্তন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে

1/8
পুজোর মধ্যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ সকালে নবমীর তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
2/8
ঘূর্ণিঝড়টি ক্রমশ বাংলাদেশের উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ হয়ে স্থলভাগে প্রবেশ করবে। বাংলাদেশের খেপুপাড়া এবং চট্টগ্রামের মাঝখান দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করা সম্ভাবনা বুধবার সন্ধ্যায়।
3/8
মৎস্যজীবীদের আজ সন্ধ্যের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল মঙ্গলবার ও বুধবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।
4/8
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ আবহাওয়ার পরিবর্তন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
5/8
আজ রাতের দিকে কলকাতা, হাওড়া , হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
6/8
দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে।
7/8
বিকেলের পর এবং মঙ্গলবার দশমী ও বুধবার কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
8/8
উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। আপাতত সাত দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
Sponsored Links by Taboola