Bengal Weather Update : মহানগরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে আর্দ্রতা; কী হবে রাজ্যের বাকি অংশে ?
ভ্যাপসা গরম যেন আর কাটে না ! দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতিতে কবে এমন বৃষ্টি হবে যাতে এই অস্বস্তি কাটে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে একটা বিস্তীর্ণ অংশের মানুষের মনে।
এরই মধ্যে জানা যাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে। উত্তর বঙ্গোপসাগরে আজ একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ ওড়িশা।
উত্তরবঙ্গে উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার বেশি থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ- নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। (প্রতীকী)
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। দিনভর দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি।
আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। (প্রতীকী)
কলকাতায় পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা কিছুটা কমতে পারে। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৭ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -