Weather Update: কমবে দহন, আসছে বৃষ্টি, ভোটের দিন ভিজবে এই জেলাগুলি
সোমবার ভোট রয়েছে দক্ষিণবঙ্গের ৭ টি লোকসভা কেন্দ্রে। ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া? পঞ্চম দফা ভোটের দিন বঙ্গে কি বৃষ্টির ভ্রুকুটি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পঞ্চম দফা ভোটের দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুধু বৃষ্টিই নয়, তার সঙ্গে সংশ্লিষ্ট জায়গাগুলিতে ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে বর্ষা।
এদিকে, উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি । কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি । কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
সোমবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গের সব জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আয়লা, আম্ফানের পর সেই মে মাসেই চোখ রাঙাচ্ছে আরও এক ঘূর্ণিঝড়। দক্ষিণ আন্দামান সাগরে ২২ মে তৈরি হতে পারে একটি নিম্নচাপ বলয়। মধ্য বঙ্গোপসাগরে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভবনা রয়েছে ৬০ শতাংশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -