Weather Update: তাপপ্রবাহ থেকে আপাতত মুক্তি, বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার অনুকূল পরিস্থিতি হতেই কমতে শুরু করল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকইসঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গের ও তাপমাত্রা নিম্নমুখী। উত্তরবঙ্গেও একই ছবি। ৫ মে বিকেল থেকেই তাপপ্রবাহের কবলের বাইরে চলে যাবে বহু জেলা।
যদিও দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ এবং কাল তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে।
আজ ও দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সন্ধের পর হালকা বৃষ্টির সম্ভবনা।
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে আগামীকাল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ থাকবে।
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে আগামীকাল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ থাকবে।
আগামীকাল ৪ মে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টি হবে। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে দুই দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া হবে।
৫ মে দুই ২৪ পরগণা নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। ৬ মে রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া বইবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -